সঞ্চয়ন মিত্র, কলকাতা : পরিবেশ গবেষকরা মনে করছেন যেভাবে সমুদ্রে জলস্তর বাড়ছে, তাতে কলকাতার মতো নিচু জায়গার আশঙ্কা রয়েছে ডুবে যাওয়ার। আর তার মধ্যেও যেগুলো খুব নিচু অঞ্চল, তেমনই একটা জায়গা হল খিদিরপুর। খিদিরপুর পল্লি শারদীয়া এবার ৮০ বছরে পা দিল। আর তাদের ভাবনার মধ্যে রয়েছে এই আশঙ্কা।
এবছর তাদের থিমের নাম' অভিযোজন'। যখন সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়বে, সেই সময় মানুষ কীভাবে বসবাস করবে তারই একটি ছবি তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে।
আরও পড়ুন ; কোভিড আবহে পাহাড়ে ঘুরতে যেতে পারেননি ? এবার দার্জিলিঙের অনুভব নিন কবিরাজ বাগানের মণ্ডপে
পুজো কমিটির তরফে এক জন জানান, যেভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির জলের তলায় চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে বা জলমগ্ন এলাকায় পরিণত হচ্ছে, সেই সময় থেকেই আমার এই ভাবনাটা আসে। এই কাজটার নাম দেওয়া হয়েছে- অভিযোজন। সারা পশ্চিমবঙ্গ বা বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়লে মানুষ কীভাবে বসবাস করবে তারই একটা ভবিষ্যৎ পরিকল্পনার জায়গা থেকে কাজটা করা হয়েছে।
ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে খিদিরপুর পল্লি শারদীয়ার পুজোও। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।