কলকাতা : দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ, সঙ্গে আলোর চোখ ধাঁধানো কারসাজি দেখিয়ে এবার নজর কেড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দর্শকরা ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে। কার্যত এবারের পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে এই মণ্ডপ।
পুজোর উদ্যোক্তা ও দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, দুবাইয়ে এত বড় একটা বিল্ডিং রয়েছে। আমার মনে হয়েছিল, এটা এখানে করা যায় কি না ! আমি প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলাম। পরে মনে হয়েছিল, এটা করা যেতে পারে। এই প্যান্ডেলটা যাঁরা বানিয়েছেন, তাঁরা কিছুটা কাজ শুরু করেন। তার পর ওঁদের পাঠিয়েছিলাম বুর্জ খলিফা দেখে আসতে। বলেছিলাম, গিয়ে দেখে আসতে। কারণ, দেখলে মানুষের একটা আইডিয়া হয়। ওঁরা এসে বলেছিলেন, এই এই জায়গাগুলি ঠিক করতে হবে। আমি বলেছিলাম, তা করুন। কিন্তু, যেটা করবেন পারফেকশন আনতে হবে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে মা-কে। প্রতিমা সেজেছে প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, এই গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা।
শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্। সুর দিয়েছেন জিত্ গঙ্গোপাধ্যায়। কাঁচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে এই মণ্ডপসজ্জা। ৪৯ বছরে এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'। নির্মাণ ভাবনায় সেরা শ্রীভূমি স্পোর্টিং।
আরও পড়ুন ; ২০ কোটির গয়না দিয়ে সেজেছে শ্রীভূমির দুর্গা, প্রকাশিত ক্লাবের পুজোর গান
উল্লেখ্য, ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে, তবেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুরখেলার কথা বলা হয়েছে। বড় প্যান্ডেলে সর্বাধিক ৪৫, ছোট মণ্ডপে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন, নির্দেশিকা জারি করে কলকাতা হাইকোর্ট। নিয়ম মানা না হলে পুজোর অনুমতি বাতিল করতে পারবে পুলিশ।