কলকাতা: তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সুরুচি সঙ্ঘ, শ্রীভূমি। শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ......শুরু ঠাকুর দেখা। পুজোর আনন্দে সামিল তারকারাও। সুরুচি সঙ্ঘের পুজোয় এলেন ব্রায়ান লারা (Brian Lara)। আবার বেহালা ও হাওড়ায় পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।   


পুজোর ভিড় অল্পবিস্তর শুরু হয়ে গিয়েছিল মহালয়া থেকেই। তবে তাই বলে আরজি কর নিয়ে আন্দোলন প্রতিবাদ থেমে যায়নি। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে ধর্মতলায় আমরণ অনশন চলছে। আজ সেই অনশনের দ্বিতীয় দিন। সদ্যই সেই অনশনে যোগ দিয়েছেন অনিকেত মাহাতো। সদ্য সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে। অন্যদিকে বায়ো টয়লেট নিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছে। অনশনকারীদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করতে পুলিশি অসহযোগীতার অভিযোগ উঠেছে। আন্দোলনের মঞ্চে ক্রমেই জনসংখ্যা বাড়ছে। তবে এটা যেমন শহরের একটা দিকের ছবি, অন্যদিকে কিন্তু ধরা পড়ছে পুজোর শহরের চেনা ছবিটা। 


সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছরের থিম একটি বিশাল গোলক। সেখানে এলইডির মাধ্যমে ফুটে উঠছে বিভিন্ন দৃশ্য। প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। পুজোর পাশাপাশি সন্তোষ মিত্র স্কোয়ারের মন্ডপে রয়েছে আরজি কর ঘটনার প্রতিবাদের ছোঁয়া। তৃতীয়া থেকেই এই মণ্ডপ দেখা জন্য উপচে পড়ছে ভিড়। রাত ১১টার সময়েও মণ্ডপের বাইরে রীতিমতো ভিড় দর্শকদের। একই ছবি দক্ষিণেও। সুরুচি সংঘের পুজোয় আজ হাজির ছিলেন জনপ্রিয় ক্রিকেটার ব্রায়ান লারা। ঢাক বাজিয়ে তিনি যোগ দেন পুজোয়। করেন মণ্ডপ দর্শনও। অন্যদিকে তৃতীয়ার দিন বেহালা ও হাওড়ায় বেশ কিছু পুজোর উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে শ্রীভূমিতে ভিড় শুরু হয়েছিল মহালয়ার দিন থেকেই। তৃতীয়ার দিনেও সেই ভিড় কমার বদলে বেড়েছেই। লাইন দিয়ে মণ্ডপে ঢুকছেন মানুষ এবার দক্ষিণ ভারতের মন্দিরের আদলে গড়ে উঠেছে শ্রীভূমির মণ্ডপ। বিশাল এই মণ্ডপ দেখতে শ্রীভূমিতে উল্লেখযোগ্য ভিড় সাধারণ মানুষদের। 


উত্তর থেকে দক্ষিণ, সেজে উঠেছে কলকাতার প্রায় সব মণ্ডপগুলিই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় রাস্তায় ভিড়। প্রতিবাদের পাশাপাশি কলকাতার রাস্তায় পুজোর সেই চেনা ছবি।


আরও পড়ুন: Kunal Ghosh: 'পুজোর মরশুমে প্রচার পেতে এই অনশন', ফের ডাক্তারদেরই নিশানা কুণাল ঘোষের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।