অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সুর ও অসুরের দ্বন্দ্ব চিরন্তন। অথচ 'অসুর' শব্দের মধ্যেই লুকিয়ে আছে 'সুর'। তাই অসুরবৃত্তির মধ্যে দিয়েই সুরবৃত্তিকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে দমদম তরুণ দল। 


শিল্পীর কথায়, 'আমরা খুব সহজভাবে একটা জিনিস ভেবেছি। অসুরের থেকে শুধু অ-কে সরিয়ে দিলেই আমরা সুরে ফিরছি।' তাঁর মন্তব্য, 'আমাদের তো সুরে ফিরতেই হবে। আমরা তো প্রায় অসুরই হয়ে গেছি। সুরে ফিরলে আমরা সুন্দর সমাজ পাব, সুন্দরভাবে সবকিছু দেখতে পাব। আমরা প্রকৃতিকে নষ্ট করেছি। কিন্তু এই প্রকৃতির কোলেই আমাদের ফিরতেই হবে।' এই কারণে পরিবেশ বান্ধব জিনিস দিয়েই গড়ে উঠছে মণ্ডপ। 



উদ্যোক্তার কথায়, 'একে করোনা অতিমারী, তারপর প্রথমে আমফান পরে ইয়াস। আমরা বেশ কিছু জায়গার মানুষের পাশে দাঁড়িয়েছি। এভাবে সকলকে একসঙ্গে নিয়ে সুরের ছন্দে বাঁধতে চেয়েছি।  সব জায়গার অসুরের অ বাদ দিয়ে সুরে ফেরাতে চেয়েছি।'


সাধারণত মণ্ডপের কাঠামো নির্মাণের সময়ে বাঁশের ব্যবহার দেখলেও দমদম তরুণ দলের মণ্ডপ সজ্জার মূল উপকরণই বাঁশ। সঙ্গে থাকছে পাটের দড়ির মতো সাধারণ কিছু জিনিস। গোটা মণ্ডপ আলো করে অধিষ্ঠান করবেন বিষ্ণুপুরী ঢঙে তৈরি দেবী প্রতিমা। তাঁর মাধ্যমেই গোটা মণ্ডপে শোনা যাবে সুরের গল্প। 


ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে দমদম তরুণ দল। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।