কলকাতা :   কোভিড পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে প্রায়শই নতুন নতুন তথ্য উঠে আসছে। কোভিড কাটিয়ে উঠলেও কারও ফুসফুসের সমস্যা থেকে যাচ্ছে। কোউ ভুগছেন চোখের সমস্যায়। কারও আবার বলাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তেমনই করোনা থেকে সেরে উঠে হার্টের নানারকম সমস্যা নিয়ে জেরবার হচ্ছেন অনেকেই।  কোভিড থেকে সেরে হাসপাতাল থেকে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকও হয়েছে কারও কারও। চিকিৎসকরা দেখেছেন, এই রোগীদের কোভিডের পরই হার্টের সমস্যা তৈরি হয়েছে। 



মেডিকা হার্ট ও একমো টিম- এর অন্যতম বিশিষ্ট চিকিৎসক, ডা. অর্পণ চক্রবর্তী ( ECMO Physician Consultant Cardiac Anesthesia and Critical Care ) জানালেন, কোভিড  প্রাথমিক ভাবে ফুসফুসে আঘাত হানলেও, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও ক্ষতি করে। তেমনভাবেই কোভিড পরবর্তীতে বাড়ে হার্টের সমস্যাও। প্রথমত হার্টের মাসল দুর্বল হয়ে যায়। কোভিড আক্রান্ত হওয়ার পর শরীরের বিভিন্ন অঙ্গে যেমন প্রদাহ সৃষ্টি হতে পারে, হার্টের মাসলেও তেমন প্রদাহ হয়। যাকে বলে myocarditis (Myocarditis is an inflammation of the heart muscle myocardium)। করোনা আক্রান্ত হওয়ার অব্যবহিত পরেই হৃদপিণ্ডের মাসল মায়োকার্ডিয়ামে ইনফ্লামেশন দেখা যেতে পারে। যার প্রভাব দীর্ঘদিন চলতে পারে। যাঁরা কোভিডের উপসর্গে দীর্ঘদিন ভোগেন, তাঁদের এই সমস্যা হচ্ছে প্রায়শই।


দেখা যাচ্ছে করোনা নেগেটিভ হয়ে যাওয়ার পর কয়েকটি উপসর্গ নিয়ে অনেক রোগীই চিকিৎসকার দ্বারস্থ হচ্ছেন। 



  • বুক ধড়ফড়

  • মাথা ঘুরে যাওয়া

  • মাথা ঝিমঝিম করা 

  • কাজ করতে বা হাঁটা চলা করতে গিয়ে সহজেই হাঁপিয়ে যাওয়া 

    এছাড়াও কোভিডের পর, হৃদপিণ্ডের আরও একটি সমস্যা দেখা  দিচ্ছে। যাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলে ভাসকুলাইটিস বা vasculitis। হৃদপিণ্ডের রক্তজালিকায় রক্ততঞ্চন ঘটছে, অর্থাৎ হার্টের  ধমনীতে রক্ত জমাট বাঁধছে।  তাই অনেকসময় রক্তপরীক্ষা করে কোভিডের পর কয়েক সপ্তাহ রক্ত পাতলা করার ওষুধ দেন চিকিৎসকরা। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউতে আক্রান্ত ব্যক্তিদের অনেকেরই কোভিড থেকে সেরে ওঠার পর হার্ট অ্যাটাক হয়েছে। সেক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেছে, করোনারি আর্টারিতে (coronary artery disease) রক্ত জমাট বেঁধেছে। সেই ক্লট রিমুভ করতে হয়েছে। সিভিয়ার বা মডারেট কোভিড থেকে সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে । 
    ডা. অর্পণ চক্রবর্তীর পরামর্শ - 

  • ভারী এক্সারসাইজ করা যাবে না

  • প্রচুর দৌড়াদৌড়ি করা যাবে না

  • বুক ধড়ফড় করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আগের মতোই কি দুর্বল আছে হার্টের মাসলগুলি ? 

  • পা ফুলছে কি ? দেখতে হবে হার্টের ডানদিকের মাসল কি দুর্বল হয়ে পড়েছে ? কোভিড পরবর্তীতে অনেকেরই এমন সমস্যা দেখা দিচ্ছে। যাকে বলে Congestive Heart Failure। যখন হার্টের পাম্পিং সিস্টেম ভালভাবে কাজ করে না। 

  • হার্টের বাঁদিকের মাসল দুর্বল বা বিকল হতে শুরু করলেও পা ফোলে। এক্ষেত্রে প্রথম শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন রোগী। 

  • কোভিড পরবর্তী হার্টের সমস্যা নজরে রাখতে হবে। 

  • শুধু কোভিডের পরে নয়, ভ্যাকসিনের পরও হার্ট সংক্রান্ত বিষয়ে নজর রাখা আবশ্যক । 

  • ভ্যাকসিন নেওয়ার পরও কারও কারও ব্লাড ক্লট করার রিপোর্ট এসেছে। 

  • যাঁরা এমনিই হার্টের রোগী, তাঁদের আরও বেশি সতর্ক থাকতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত করাতে হবে ।