কলকাতা: করোনা আবহে প্রায় তিন মাস বন্ধ থাকার পর খুলল ইকো ও নিক্কো পার্ক। দীর্ঘদিন পর বিনোদন পার্কে আসতে পারায় খুশি কচিকাঁচাদের পাশাপাশি বাবা-মায়েরাও। তবে ঢুকতে গেলে মানতে হবে করোনা বিধি।


করোনার জেরে ঘরবন্দি জীবনে  হাঁসফাঁস শৈশব-কৈশোর! অনলাইন ক্লাসের একঘেয়েমি থেকে দূরে একটু খোলা আকাশ, একটু মুক্ত বাতাসের জন্য ছটফট করছে ছোটরা। এরকম সময়েই সকলের জন্য সুখবর নিয়ে এল ইকো ও নিক্কো পার্ক। খুলে গেলে এই দুই বিনোদন পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা কমতেই ধাপে ধাপে শিথিল হচ্ছে করোনা বিধি-নিষেধ। পার্ক খোলায় খুদে থেকে বড়- খুশি সবাই। 


এক দর্শক জানাচ্ছেন, অনেক দিন পর বেরিয়েছি। বাচ্চারাও খুশি। আমরাও যেন বাঁচলাম। নিয়ম মেনে স্যানিটাইজেশন হচ্ছে। কেউ আবার বলেছেন পার্ক খুলল, এতদিনের ঘরবন্দি জীবন থেকে বাচ্চারাও যেন একটু মুক্তি পেল। উল্লেখ্য, পার্ক খুললেও দর্শকদের জন্য রয়েছে কড়া নিয়মবিধি। কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নো মাস্ক, নো এন্ট্রি।  


নিক্কোপার্কের আধিকারিক সুমিত দত্ত জানাচ্ছেন, স্যানিটাইজেশন করেছি।রাইড গুলো প্রত্যেক দিন স্যানিটাইজ করা হবে। বুধবার খুলেছে নিক্কো পার্ক, মঙ্গলে দরজা খুলেছে ইকো পার্কের। 
সপ্তাহের মাঝে খোলায়, তেমন লোকজন হয়নি। তবে ভিড় বাড়বে আশা পার্ক কর্তৃপক্ষের।  করোনা বিধি মেনে খুলেছে। প্রত্যেককে চেক করে ঢোকানো হচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকছে নিক্কো পার্ক। ইকো পার্ক খোলা থাকছে সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত। 


উল্লেখ্য আজ বুধবার থেকেই আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা। মঠ সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রথম দফায় মঠ খোলা থাকবে সকাল ৮-৩০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।  দ্বিতীয় দফায় বিকাল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। 


এই সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করতে পারবেন। তবে কঠোরভাবেই কোভিড বিধি মেনেই প্রবেশ করতে হবে ভক্তদের। মন্দিরে প্রবেশ করার আগে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।