পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বউবাজারে বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি ও সংকীর্ণ জায়গা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। পাশের বহুতল থেকে আতঙ্কিত বাসিন্দারা জল দিতে শুরু করেন। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আনার চেষ্টা করা হয়। বহুতলের মধ্যে কেউ আটকে নেই, সকলেই বেড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।
বউবাজার থানার ঠিক উল্টো দিকে শম্ভু দাস লেন। সেখানেই একটি বহুতলে আগুন লাগে। আর এতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ওই গলি ঢেকে যায় কালো ধোঁয়ায়। পাশের একটি বহুতল থেকেও আগুন নেভানোর জন্য জল দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বহুতলের মধ্যে কেউ আটকে ছিল না। আগুন লাগার সঙ্গে সঙ্গে বেড়িয়ে যান তাঁরা। ফলে এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি।