কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। ভাঙা কংগ্রেসকে পুনরায় ঐক্যবদ্ধ করতেই তৃণমূলে যোগদান, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ট্যুইট করে দল চলে না, রাস্তায় নামতে হয়, কংগ্রেসকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


বুধবার বিকেলে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ফালেইরো। কংগ্রেসের হয়ে ত্রিপুরা-সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন ফালেইরো।সোমবার কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। 


গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো-সহ আরও অনেকে এদিন তৃণমূলে যোগ দেন। যোগদানের তালিকায় ছিলেন ৬ প্রাক্তন কংগ্রেস নেতা-সহ মোট ১০ জন। গোয়ায় আগামীকাল আরও নেতাকর্মীরা তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন সৌগত। 


ফালেইরো গোয়ার ৭ বারের বিধায়ক ও ২ বারের মুখ্যমন্ত্রী। আজ  নবান্নে যোগদান অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন লুইজিনহো ফালেইরো। এদিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছি। তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুশি। ২ দিন আগে আমি কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি।' তাঁর কথায়, 'আমার পথ চলা শুরু হয়েছিল দেশের পশ্চিম উপকূল থেকে। কংগ্রেস ম্যান হিসেবে ৪০ বছর কাজ করেছি। আজ কংগ্রেস পরিবার টুকরো হয়ে গিয়েছে। এখন প্রধান লক্ষ্য বিজেপিকে হারানো।'


লুইজিনহো ফালেইরো এ দিন আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, আমি চাই কংগ্রেস পরিবার একত্রিত হোক। আমার লক্ষ্য বিজেপিকে হারানো। বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান। গোয়ায় নতুন সূর্যোদয় হবে। কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকলে আমরা চুপ করে থাকতে পারি না। তৃণমূল কংগ্রেস বিজেপির সামনে মাথানত করবে না।’


আরও পড়ুন: Bangaon: বনগাঁয় মিষ্টি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ


আরও পড়ুন: Durga Puja Preparation: বড়িশা সর্বজনীনে এবার '৩০০ কোটির পুজো', থাকছে চমক