কলকাতা: টানা তৃতীয় দিন কলকাতায় অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। আজও কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা। গত দু’দিনের মতোই আজও পেট্রোল-ডিজেলের দাম কমেনি বা বাড়েনি। 


গত তিন দিনে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম একনজরে-



  • ০৮.১১.২০২১ পেট্রোল লিটারপতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা

  • ০৯.১১.২০২১ পেট্রোল লিটারপতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা

  • ১০.১১.২০২১ পেট্রোল লিটারপতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা


প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। 


কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে শুল্ক কমানোর পর বেশ কয়েকটি রাজ্য সরকারও ভ্যাট কমিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য এখনও ভ্যাট কমায়নি। এই বিষয়টি নিয়ে সরব রাজ্য বিজেপি। 


তৃণমূল সরকার কেন পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমাচ্ছে না? ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভ্যাট কমালেও, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই পথে হেঁটে মানুষকে সুরাহা দিচ্ছেন না? এই প্রশ্ন তুলেই তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপি প্রশ্ন তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দিচ্ছেন না? রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মমতা সবেতে বলেন, এগিয়ে বাংলা। উত্তরপ্রদেশ, অসম তো বলে বলে আপনাকে গোল দিচ্ছে। এখন পিছিয়ে বাংলা। তাহলে কি এগিয়ে বাংলা স্লোগান ভাঁওতা।’


পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘সরকার খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। একমাত্র পাঞ্জাব কমিয়েছে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্র সেস কমিয়েছে। পেট্রোপণ্যে যা দাম বেড়েছে মোদি জমানায় আন্তর্জাতিক বাজারে এত দাম বাড়েনি। এত দাম বাড়িয়েছে কেন? দাম প্রচুর বাড়িয়ে অল্প কমিয়েছে।’