কলকাতা: গড়ফা থানা এলাকার রামলাল বাজারে রহস্যমৃত্যু। বাড়ির কাছেই পিঠে ব্যাগ থাকা অবস্থায় পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ব্যাগে শিল-নোড়া মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পুকুরে ভাসছে দেহ। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে শিল-নোড়া। বৃহস্পতিবার সাতসকালে, এক ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায় গড়ফা থানা এলাকার রামলাল বাজারে। কলকাতা পুরসভার পুকুর থেকে। উদ্ধার হয় মৈনাক জোতদারের মৃতদেহ। বছর সাঁইত্রিশের ওই ব্যক্তির বাড়ি পূর্বাচল মেন রোডে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৈনাক জোতদার। একটি বেসরকারি সংস্থার ওই কর্মী ড্রিপেশনে ভুগছিলেন। ওই কারণে এই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। কিন্তু তাঁর ব্যাগের মধ্যে কেন শিল-নোড়া ছিল? পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সবকিছু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, আজই একবালপুরে সদ্যোজাত কন্যাসন্তানকে খুনের ঘটনায় মাকে গ্রেফতার করল পুলিশ।মায়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। একদিনের কন্যাসন্তানকে খুনের ষড়যন্ত্রে কি বাবাও যুক্ত ছিলেন? প্রসূতির স্বামীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের ওই নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং।
মঙ্গলবার সকালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। গতকাল ভোরে নার্স ও আয়ারা কেবিনে গিয়ে দেখেন সদ্যোজাত শিশুকন্যা নিথর অবস্থায় পড়ে রয়েছে।
সন্দেহ হওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুকন্যার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, কন্যাসন্তান হওয়ায় খুন, স্বীকার করেছেন মহিলা। ঘটনা জানাজানি হওয়ার পর দম্পতিকে নার্সিংহোমেই নজরবন্দি রাখা হয়। আজ সকালে ছুটি হতেই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
পাশাপাশি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রতিশোধের ঘটনা প্রকাশ্যে আসে এদিন। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ