কলকাতা: এবার পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বিপজ্জনক বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার বসবাস করছিল। ছাদের একাংশ ভেঙে আটকে পড়েন ৩৩ জন বাসিন্দা।  পুলিশ ও দমকল এসে তাঁদের উদ্ধার করে। 


শরিকদের দাবি, বয়স পেরিয়েছে ৩০০। প্লাস্টার খসে বেরিয়ে পড়েছে ইটের হাড়-পাঁজর। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে গাছপালা। ১২ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের এই বাড়িতে ‘বিপজ্জনক’ বোর্ড লাগানোই ছিল। তা সত্বেও সেখানে বসবাস করছিলেন অনেকে। বুধবার রাতে সেখানেই ঘটে গেল বিপর্যয়। 


হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ। যার জেরে ভেতরে আটকে পড়েন বাড়ির ৩৩ জন বাসিন্দা। জোড়সাঁকো থানা ও দমকলের তৎপরতায় উদ্ধার করা হয়ে সকলকে। ভেঙে পড়া বাড়ির শরিক বলছেন, তেমন বড় কিছু না। দমকল উদ্ধার করেছে। বাড়ির আরেক বাসিন্দা বলছেন, কাল ঘরে ছিলাম। আচমকা ভেঙে পড়ে। দমকল উদ্ধার করে। 


শহরে পুরনো বাড়ির ভেঙে পড়ার ঘটনা ঘটছে বার বার। গত ২৯ সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে উত্তর কলকাতার আহিরীটোলায় জরাজীর্ণ বাড়ি ভেঙে ২ বছরের নাতনি ও দিদিমার মৃত্যু হয়। ৯ অক্টোবর রবীন্দ্র সরণিতে পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয় দুই পথচারীর। তিন দিনের মাথায় নারকেলডাঙার ক্যানেল ইস্ট রোডে পরিত্যাক্ত কারখানার ছাদের একাংশ ভেঙে মৃত্যু হয় এক রাজমিস্ত্রির।


ক’দিন আগেই বড়বাজারের কটন স্ট্রিটে ভেঙে পড়ে বিপজ্জনক বাড়ির একাংশ। এবার পাথুরিয়াঘাটা স্ট্রিট। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাড়াটে ও বাড়িওয়ালার আইনি জটিতলতার কারণে বাড়িটি সংস্কার হয়নি। তার জেরেই এই ঘটনা।


আরও পড়ুন: Purba Bardhaman: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, যুবতীর ওপর ভয়ঙ্কর প্রতিশোধ তরুণের


আরও পড়ুন: Bankura: ধানের বস্তা! চোখে ধুলো দেওয়ার চেষ্টা ভেস্তে দিল পুলিশ, বাজেয়াপ্ত ২২ কেজি গাঁজা, পাকড়াও পাচারকারী


আরও পড়ুন: DA Hike:উৎসবের উপহার! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ