সুনীত হালদার, হাওড়া: এমনিতেই খারাপ আবহাওয়া (Weather) কদিন ধরে। বৃষ্টি চলছে হাওড়াতেও। তারপরে ভোটের আবহ। সব মিলিয়ে, রাত বাড়তেই সবাই কমবেশি, যে যার ঘরে। দরজা,জানালা বন্ধ করে যে ঘুম দিচ্ছে এমনও নয়। হয়তো কারও বাড়িতে  টিভিতে খবর। কারও বাড়িতে বৃষ্টির গান। তারই কি সুযোগ নিল চোরেরা ? এবার জগৎবল্লভপুর চাঁদুল কাজীপাড়া এলাকায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ।


নৌবাহিনীতে কর্মরত বাড়ির মালিক বাইরে, সুযোগ নিল চোরের দল


ওই বাড়ির মালিক নৌবাহিনীতে চাকরি করায় দীর্ঘদিন বাড়ি তালা বন্ধ ছিল। পরিবারের লোকজন কলকাতায় থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা গতকাল রাতে তুহিনজোর আলীর বাড়ি থেকে যাবতীয় সোনার গহনা ও  নগদ টাকা নিয়ে  চুরি করে চম্পট দেয়। ঘটনাটি নজরে আসে আজ বিকেলে যখন তুহিনজোর আলির মামা কাজী আবদুল হায়দার বাড়ির পাশে একটি বাগান দেখতে আসেন। তিনি দেখেন ভাগ্নের বাড়ির পেছনের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে।


সোনা ও রুপোর গয়না, নগদ  টাকা সব কিছুই চুরি গিয়েছে


এরপরেই তিনি পরিবারের সকলকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। দেখেন বাড়ির ভেতরে থাকা সমস্ত আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে। এবং বাড়ির ভেতরে থাকা আলমারি থেকে সোনা ও রুপোর গয়না, নগদ  টাকা সব কিছুই চুরি গিয়েছে। পরিবারের লোকেরা জানিয়েছেন, কমপক্ষে ১০ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে।এই ঘটনার পরেই স্থানীয় লোকজন জগৎবল্লভপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।


আরও পড়ুন, কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে লক্ষ লক্ষ টাকা উদ্ধার


বাড়িতে কেউ নেই, রাতের অন্ধকারে, এমন উদাহরণ ভুরিভুরি রাজ্যে। সপরিবারে বিয়ের নিমন্ত্রণ খেয়ে এসে, ভোররাতে চোখ ভিজেছে, এমন পরিবারের সংখ্যাও কম নয়। কারণ ফাঁকা ঘরে ইচ্ছেমতন লুঠ চালিয়েছে, চোরেদের দল। কোথাও কোথাও আবার এর থেকে বড় নির্দশনও রয়েছে। চুরি করেই থেমে থাকেনি চোরেরা, কিছু বিষয়ে অতিরিক্ত দক্ষতাও দেখিয়েছে তাঁরা। তবে চোর ধরা পড়লেও, চুরির ঘটনায় এখনও যবনিকা পড়েনি। অনলাইন চুরির কথা বাদ দিলেও, শহরের সিংহভাগ চুরি এখনও সশরীরে হেঁটেই চালাচ্ছেন গুণধরের দল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda গ হোয়াটস অ্যাপ চ্যানেলে।