কলকাতা : প্রকাশিত হল  উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানালেন,



  • উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯, পেয়েছেন মুর্শিদাবাদের ছাত্রী

  • ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী

  • এবছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ

  • ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ

  • উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২জন

  • এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী

  • ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯

  • উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬জন পরীক্ষার্থী 

  • ২ অগাস্ট-১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলে ভর্তি করতে হবে পড়ুয়াদের

  • ১৬ অগাস্ট-৩১ অগাস্টের মধ্যে ভর্তি করতে হবে অন্য স্কুলের পড়ুয়াদের 


 


বিকেল ৪টে থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হল না মেধা তালিকা। শুক্রবার অ্যাডমিট কার্ড ও মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।


করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। 


পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ। তার জন্য পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে wb12.abplive.com ওয়েবসাইটে। 


ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর।


আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের মতোই প্রকাশিত হবে না মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, 
শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। 


মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে,
২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের। 

এরই মধ্যে, ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল। বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা। নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে জমা দিতে হবে চূড়ান্ত নম্বর। স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময় বলে বোর্ড সূত্রে খবর।


Education Loan Information:

Calculate Education Loan EMI