ঝিলম করঞ্জাই, ব্রতদীপ ভট্টাচার্য ও মনোজ্ঞা লহিয়াল, কলকাতা: করোনা আবহে ৭৫ তম স্বাধীনতা দিবস। শুক্রবার তারই মহড়া হল রেড রোডে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার বিশেষ আকর্ষণ ‘লক্ষ্মীর ভাণ্ডার’  ও ‘খেলা হবে’ ট্যাবলো।


করোনা আবহে গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে দর্শকশূন্য রেডরোডে। ২০২১-এর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও হয়েছে কাটছাঁট করে।


ব্যতিক্রম হবে না রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা। তারই মহড়া হল শুক্রবার সকালে। শোভাযাত্রায় থাকবে আন্তর্জতাকি স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলো।


একুশের বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। তৃতীয়বার ক্ষমতায় আসার পর ১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকবে সেই ট্যাবলো। 


সম্প্রতি রাজ্য সরকার মহিলাদের জন্য ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের ট্যাবলোও দেখা যাবে এবার।  সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিয়ে করোনা বিধি মেনেই হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।


এদিকে, স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন অর্থাৎ ১৬ অগাস্ট  ‘খেলা দিবস’  পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তার প্রস্তুতি শুরু করে দিল শাসক দল। বাংলা সহ মোট ১৫টি রাজ্যে পালন করা হবে এই দিনটি। 


তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, এবার গুজরাত, উত্তরপ্রদেশ, ত্রিপুরায় খেলা হবে দিবস পালিত হবে, তৃণমূলের উৎসাহী কর্মীরা ২১ জুলাইয়ের মতো খেলা হবে দিবস পালনের উদ্যোগ নিয়েছে, গুজরাতে ৮টি জায়গায় খেলা হবে দিবস পালিত হবে, সেখানে সুভাষ বোস ইলেভন বনাম ভগৎ সিংহ ইলেভন ম্যাচ হবে, লখনউয়ে চন্দ্রশেখর আজাদ ইলেভন বনাম আসফাকুল্লা ইলেভনের ম্যাচ হবে। 


খেলা হবে দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার এবং তৃণমূল দুই তরফেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, আইএফএ স্বীকৃত ৩০৩টি ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। 


এছাড়া ৩৪৩টি ব্লকের একটি করে ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। দল হিসেবে তৃণমূলের তরফেও ব্লকে ব্লকে খেলা হবে দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। 


বিভিন্ন জায়গায় টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে। কোথাও সাংসদ একাদশ বনাম বিধায়ক একাদশ। কোথাও মন্ত্রী একাদশ বনাম বিধায়ক একাদশ।