মুম্বই: ‘মেয়ে শিনা বরা (Sheena Bora) জীবিত, রয়েছেন কাশ্মীরে (Kashmir)।' ৬ বছর পর দাবি শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee)। কাশ্মীরে (Kashmir) শিনাকে (Sheena Bora) খোঁজার জন্য সিবিআইকে (CBI) চিঠি দিয়েছেন তিনি। মেয়ে শিনাকে খুনের অভিযোগে ২০১৫ থেকে জেলবন্দি ইন্দ্রাণী। জেলে এক মহিলা তাঁকে বলেছেন বলে দাবি করেন ইন্দ্রাণীর। 


২০১২ সালের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আগের পক্ষের মেয়ে ২৪ বছরের শিনা বরাকে। ২০১৫-তে ইন্দ্রাণীর গাড়ির ড্রাইভার অন্য একটি মামলায় গ্রেফতার হয়। সেই সময়ই প্রকাশ্যে আসে শিনা বরার Sheena Bora)  খুনের ঘটনা।  খুনের পর মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রায়গড়ের জঙ্গলে শিনার দেহ পুঁতে দেওয়া হয়। ২০১৫তেই  ইন্দ্রাণী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব এবং ড্রাইভার শ্যামবরকে গ্রেফতার করে পুলিশ।


তবে গ্রেফতার হওয়ার ৪ বছর পেরনোর পর উপযুক্ত তথ্যপ্রমাণ না পেয়ে শিনা বরা হত্যাকাণ্ডে জামিন দেওয়া হয় প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়কে। দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার পিটারের জামিনের আবেদনে সম্মতি দেয় বম্বে হাইকোর্ট। পিটারের জামিনের বিরুদ্ধে আগামী ৬ সপ্তাহের মধ্যে আপিল করতে পারবে সিবিআই। তাই এই সময় জেলেই থাকতে হবে তাঁকে। বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন সামব্রে জানিয়েছেন, এই মামলায় অভিযুক্ত পিটারের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোনও প্রমাণ নেই।


আদালতের নির্দেশ অনুসারে এই মুহূর্তে পিটার মেয়ে বিধি ও ছেলে রাহুলের সঙ্গে যোগাযোগ করার অনুমতি ছিল না। সিবিআই-এর দাবি, পিটার মুখোপাধ্যায় শিনা বরার খুনে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। সিবিআইয়ের দাবি ছিল, শিনা এবং পিটারের আগের পক্ষের ছেলে রাহুলের সম্পর্ক মেনে নিতে পারেননি পিটার এবং ইন্দ্রাণী । ইন্দ্রাণী ও সঞ্জীব ২০১৫ সাল থেকে এখনও জেলেই। বারবার ইন্দ্রাণীর জামিনের আবেদনও মঞ্জুর হয়নি আদালতে ।