কলকাতা: অভিযোগ, পাল্টা অভিযোগ। এবার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক। চেতলা থানায় পাল্টা অভিযোগ কাঞ্চন মল্লিকের। রবিবার সন্ধেয় চেতলা থানায় স্ত্রীর বিরুদ্ধে হেনস্থা-সহ বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন।


আজই চেতলায় বান্ধবীকে নিয়ে স্ত্রীকে হেনস্থার অভিযোগ সামনে আসে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 


পিঙ্কি জানিয়েছেন, 'পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম। কারণ আমি ও গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। অনেকবার বলেছে দেখা করতে হবে। আমাকে ৪-৫ বার কাঞ্চন এই কথা বলেছে। শ্রীময়ী চট্টরাজের ফোন আমি ধরিনি। হোয়াটসঅ্যাপে আমাকে প্রস্তুত থাকার কথা জানিয়েছিল সে।' 


পিঙ্কি আরও জানান, 'বসুধা সিনেমা হলের সামনে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে অস্বীকার করি। তখন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চনকে ঠেলে আমাকে মারতে এগিয়ে আসে। আমাকে হুমকি দেয় শ্রীময়ী। পাশে দাঁড়িয়ে সব দেখে কাঞ্চন মল্লিক। একটি মেয়ে কতটা আক্রমণাত্মক হতে পারে তা ভাবা যায় না। এই সময় কাঞ্চন আমার গাড়ির দরজা ধাক্কাতে শুরু করে।  আমি এই ঘটনায় শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। পুলিশের কাছে আমাদের নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছি।'


অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছেন, আমাকে ও শ্রীময়ীকে নিয়ে যা রটেছিল তা নিয়ে কথা বলতে চাই, এটা কি অপরাধ? চেতলায় গেলে স্ত্রী ও শ্যালক দৌড়াদৌড়ি করতে থাকে, বিধায়ক হওয়ার পরই কেন এমন, আইনি লড়াই হবে।


পিঙ্কির বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজও। অভিনেত্রী ও কাঞ্চন মল্লিকের বান্ধবী শ্রীময়ী চট্টরাজের কথায়, 'পরকীয়ায় বিশ্বাস করি না, নবদ্বীপে যাওয়ার বিষয় রটে, ওকে যেতে বলেছিলাম, ওনার ব্যাক গ্রাউন্ড স্ট্রং, আইনের দ্বারস্থ হব।' সব মিলিয়ে দু’পক্ষের অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি।