প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল, কলকাতা: পুরভোটের (Kolkata Municipal Election 2021) আগে, ৬৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (TMC) বিরুদ্ধে উঠল নির্দল প্রার্থীর (Independent Candidate) ফ্লেক্স-হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, বিজেপির প্রার্থীর স্ত্রীকে ধর্ষণ-খুনের হুমকি দেওয়ার অভিযোহ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে শাসক দল।


কয়েক দিন পরই পুরভোট। তার আগে বিজেপি প্রার্থীর স্ত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার-ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন নির্দল প্রার্থী। দু-ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।


কসবার পাশে গড়িয়াহাটে আবার দেখা যায় এই ছবি। বিভিন্ন জায়গায় এই ভাবেই পড়ে ছিল ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের হোর্ডিং, ফ্লেক্স। একডালিয়া ছাড়াও। বিজন সেতু সামনে ও অন্যান্য জায়গায় পড়ে থাকতে দেখা যায় ফ্লেক্স, হোর্ডিং। বেশ কিছু জায়গায় ছিঁড়েও দেওয়া হয় সেগুলি।


৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় জানিয়েছেন, দু দিন দেখেছি, যেদিন মমতা এসেছিলেন, যেভাবে ঝড় বইছে, রাতে পুলিশকে ফোন করি, আমার কাজ প্রশাসনিক কাজ দেখা, বিরক্ত করবেন না, কমিশনকে জানিয়েছি, মমতা ও অভিষেককে চিঠি লিখব, আপনারাই তো বলেছিলেন হিংসা করতে নয়, প্রার্থী যখন দুর্বল হয়ে পড়ে তখনই এসব করে। 


কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায় বলছেন, কমিশনে খোঁজ নিয়ে তারাই করবে, অনেক জায়ায় বেনিয়ম করে পোস্টার লাগাচ্ছে, নিশ্চয়ই কেউ নালিশ করেছে। 


অন্যদিকে, কসবা বিধানসভা এলাকার একটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীর স্ত্রীর দাবি, ভোটের পর তাঁকে ধর্ষণ-খুনের হুমকি দেন তৃণমূল কর্মীরা।  


অভিযোগকারী বিজেপি প্রার্থীর স্ত্রী বলছেন, দু-চারজন ছেলে তৃণমূলের ফ্ল্যাগ লাগাচ্ছিল। একজন বলে দেখ বিজেপি প্রার্থীর স্ত্রী, এখজন বলে ঠিক আছে, জিততে দে না, রেপ করে মার্ডর করে দেব, এদেরকে আমি কোনওদিনই দেখেনি। আমি বলি ঠিকআছে দেখো। বলে বেশি কথা বলো না, জিনা দুশমন করে দেব। আমি উপরে চলে আসি।


অভিযোগকারী বিজেপি প্রার্থীর কথায়, কাল রাতে পুলিশে অভিযোগ জানাই, আমার দেখে মনে হয়েছে পুলিশের উপর চাপ রয়েছে, ওরা এফআইআর করেনি, শুধু রিসিভ করেছে। আমরা বলেছি সিসিটিভি দেখে চিহ্নিত করুন। ওরা বলল, কাউন্সিলার ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তাদের বারণ করে দেবেন। যদিও গোটা অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল প্রার্থী।


আরও পড়ুন - সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের