সৌভিক মজুমদার, কলকাতা : ভারতীয় টাকায় (Indian currency Note) নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chanrda Bose) ছবি ব্যবহার করা যায় কি না, কেন্দ্রের কাছে উত্তর চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নোট-সংক্রান্ত জিজ্ঞাসার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিড়ম্বনা বাড়িয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন্দ্রে কাছে উত্তর চেয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু জীবিত না মৃত, সেই তথ্যও জানাতে। আগামী ৮ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে এই দুই প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট।


৯৫ বছরের স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস নেতাজি জীবিত না মৃত এবং ভারতীয় নোটে সুভাষ চন্দ্র বসুর ছবি ব্যবহার করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচাপরতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ কেন্দ্রের কাছে হলফনামায় তথ্য জমা দিতে বলেছে। আগামী ২১ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। নবতিপর স্বাধীনতা সংগ্রামী তাঁর দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করেছেন, স্বাধীনতা সংগ্রামে যে অবদান রেখেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তার যোগ্য মর্যাদা দেয়নি কেন্দ্রীয় সরকার।


প্রসঙ্গত, ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে একইরকম জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। পৃথ্বীশ দাশগুপ্তের দায়ের করা মামলায় জানতে চাওয়া হয়েছিল, কেন নেতাজিু সুভাষ চন্দ্র বসু ও দেশের অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বের ছবি দিয়ে নোট ছাপা হবে না। যে সময় বিচাপরতি নিশিথা মাহার্তে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) কাছে বিস্তারিত তথ্য চেয়েছিল।






উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মাদ্রাজ হাইকোর্ট এমনই একটি জনস্বার্থ মামলা খারজি করে দিয়েছিল। কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের মহাত্মা গাঁধীর ছবি দিয়ে নোট ছাপার নীতিতে কোনও ভুল নেই বলেই পর্যবেক্ষণ ছিল তাদের।


আরও পড়ুন- কার্শিয়ংয়ে গৃহবন্দি থাকার সময় রবীন্দ্রনাথের সঙ্গে চিঠি বিনিময় হত সুভাষচন্দ্রের