কলকাতা: ঠিক সময়েই আকাশে উড়েছিল উড়ানটি। কিন্তু আচমকাই বিপর্যয়। মাঝ আকাশে অসুস্থ হয়ে ওঠেন পাইলট। কলকাতার আকাশসীমায় ঢোকার পর হৃদরোগে আক্রান্ত হন ওই পাইলট। তিনি
মাসকট থেকে ঢাকায় যাচ্ছিল ওই আন্তর্জাতিক উড়ানটি নিয়ে। কিন্তু এই ঘটনায় নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করালেন সহকারী পাইলট। 


কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের উদ্যোগে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন পাইলট। কলকাতা এটিসি-ই ব্যবস্থা করেছে জরুরি অবতরণের, এমনটাই জানান হয়েছে।


এদিকে, কলকাতা  বিমানবন্দর থেকে ২ অপহরণকারী গ্রেফতার। গ্রেফতার করল সিআইডির মানব পাচার বিরোধী ইউনিট। কলকাতা বিমানবন্দরে তল্লাশি চালিয়ে গ্রেফতার। তল্লাশিতে সাহায্য করে এনএসসিবিআই থানা ও সিআইএসএফ। চাকরি দেওয়ার নাম করে পাচার করা হচ্ছিল ২ বাংলাদেশী তরুণীকে। ২ বাংলাদেশী তরুণীকে পাচার করা হচ্ছিল বেঙ্গালুরুতে, এমনটাই খবর।অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ পাচার-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।  


অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ২ জনের কাছ থেকে ওই তেজস্ক্রিয় পাথর উদ্ধার করে সিআইডি। এটির এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে মোট ২৫০.৫ গ্রাম ওই পাথর উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লাখ টাকা।উদ্ধার হওয়া মৌল ক্যালিফোরমিয়াম বলে অনুমান। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অ্যাটমিক রিসার্চ সেন্টারে।


গোপন সূত্র মারফত খবর পেয়ে বুধবার রাতে তল্লাশি অভিযানে নামে সিআইডি আধিকারিকরা৷ তার পরই ক্যালিফোর্নিয়াম-সহ ধরা পড়ে দুই ব্যক্তি৷ ধৃতরা হল অসিত ঘোষ এবং শৈলেন কর্মকার৷ দু’জনেই হুগলির বাসিন্দা৷ তাদের জেরা করছেন সিআইডি-র গোয়েন্দারা৷ কীভাবে এবং কোথা থেকে এই ক্যালিফোর্নিয়াম তারা পেল তা জানতে তদন্ত শুরু হয়েছে৷ বিশ্বের অন্যতম দামী তেজস্ক্রিয় ধাতু এটি৷ ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয়েছে৷ ছাই রঙের এই ক্যালিফোর্নিয়াম বাজেয়াপ্ত করে গবেষণাগারে পাঠানো হয়েছে৷