রুমা পাল, কলকাতা : খাস কলকাতায় তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য কাস্টমসের। মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। পাশের একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। দাবি কাস্টমস সূত্রে। দুটি জায়গাতেই তল্লাশি অভিযান চালিয়েছে কাস্টমস।
নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতার একটি অফিসে কাস্টমস তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, তল্লাশিতে মোট ৪০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। শহরের দুটি অফিস থেকে বিপুল পরিমাণে সোনা ও নগদ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
শনিবার সকালে মার্কুইস স্ট্রিটে একটি ফরেন এক্সচেঞ্জ ও পর্যটন সংস্থার অফিসে হানা দেন কাস্টমসের অফিসাররা। কাস্টমস সূত্রে দাবি, সেখান থেকে উদ্ধার হয় ৪০টি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পর পাশের একটি ঠিকানায় হানা দেন কাস্টমসের অফিসাররা। সূত্রের খবর, সেখান থেকে উদ্ধার হয় ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা।
দেখুন ভিডিও- মার্কুইস স্ট্রিটে কাস্টমসের তল্লাশি অভিযানে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার
দুটি ঠিকানা থেকে প্রায় ৩ কোটি ২৩ লক্ষ টাকা মূল্যের সোনা ও নগদ উদ্ধার হয় বলে কাস্টমস সূত্রে খবর। তল্লাশি অভিযানে কয়েক জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
কিছুদিন আগেই বড়বাজার এলাকা থেকে ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ১ জনকে গ্রেফতার করে শুল্ক দফতর। সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের প্রত্যেকটির ওজন ছিল ৩০ গ্রাম। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল, বনগাঁ সীমান্ত দিয়ে ওই সোনার বিস্কুট আনা হয়েছে। তবে তা কার কাছে, কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছে শুল্ক দফতর। এই চক্রে আরও কেউ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্রে খবর।
আরও পড়ুন- বড়বাজার এলাকা থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার এক
আরও পড়ুন- স্বরূপনগর সীমান্তে আটক পাচারকারী, উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট