ঝিলম করঞ্জাই, কলকাতা: বাংলায় প্রথম ফুসফুস প্রতিস্থাপন হতে চলেছে মুকুন্দপুরের হাসপাতালে। মুকুন্দপুরের মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে হতে চলেছে এই প্রতিস্থাপন।


কলকাতা থেকে শল্য চিকিৎসকদের দল পৌঁছেছে গুজরাতের সুরাতে। সেখানে ব্রেন ডেথ ব্যক্তির শরীর থেকে ফুসফুস সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।


সূত্রের খবর, বিশেষ বিমানে করে ফুসফুস কলকাতায় পৌঁছবে রাতে। এরপর তা গ্রিন করিডর করে আনা হবে মেডিকায়।  আজ রাতেই ফুসফুস প্রতিস্থাপনের অস্ত্রোপচার। 


এর আগে, গত মার্চ মাসে এই হাসপাতালেই হয় রাজ্যে তথা পূর্ব ভারতে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন। চার ঘণ্টার চেষ্টায় ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা ৫৪ বছরের ব্যক্তির শরীরে বসানো হল Ventricular Assist System বা কৃত্রিম হৃদযন্ত্রের অংশ। পূর্ব ভারতে এধরনের অস্ত্রোপচার এই প্রথম ছিল।


অস্ত্রোপচারকারী চিকিত্‍সক দলের প্রধান কুণাল সরকার বলেন, রক্ত সঞ্চালন ক্ষমতা কমে যাওয়ার ফলেই অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল এই ব্যক্তির। প্রতিস্থাপনযোগ্য হৃদযন্ত্র না মেলায় কৃত্রিম হৃযন্ত্রের অংশ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 


চিকিত্‍সকরা জানাচ্ছেন, যন্ত্রটি রোগীর আসল হৃদযন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়। যার সঙ্গে থাকা একটি বিশেষ পাইপ দিয়ে রক্ত কৃত্রিম হৃদযন্ত্রের অংশে আসবে এবং সেখান থেকে আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া গতিবেগে সঞ্চালিত হবে। 


যন্ত্রটি সক্রিয় রাখতে দুটি ব্যাটারির প্রয়োজন হয়। সেই ব্যাটারি দুটি থাকে শরীরের বাইরে। কিন্তু যন্ত্রটির নিয়ন্ত্রক বা কন্ট্রোলারটি থাকে ভিতরে। 


এরপর গত এপ্রিল মাসে করোনা পরিস্থিতি যখন একের পর এক অমানবিক ঘটনার সাক্ষী হচ্ছে শহর, সেই সময়েই অঙ্গদানের নজির দেখেছিল কলকাতা।  


পূর্ব মেদিনীপুরের সরকারি হাসপাতালের চিকিত্‍সক অমিয়ভূষণ সরকারের ব্রেন ডেথের পর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। গত ২২ এপ্রিল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই চিকিত্‍সক।  ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে।  ২৬ এপ্রিল তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্‍সকরা।  


এরপর মৃতের স্ত্রীর ইচ্ছানুযায়ী অঙ্গদান করা হয়।  করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কার পর সেটাই ছিল শহরে প্রথম অঙ্গদান।  মৃতের হৃদযন্ত্র পাঠানো হয় হাওড়ার নারায়ণা হাসপাতালে।  


একটি কিডনি যায় আর এন টেগোর হাসপাতালে।  অন্য কিডনি পাঠানো হয় আলিপুরের কমান্ড হাসপাতালে।  লিভার যায় গুড়গাঁওয়ে।  এছাড়া তাঁর কর্নিয়া ও ত্বকও সংরক্ষণ করা হবে।   


আরও পড়ুন: রাজ্যে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন, সাফল্য কলকাতার চিকিৎসকদের


বিরল অস্ত্রোপচার, দেহে ৫টি কিডনি বসল এক ব্যক্তির