কলকাতা : বেলভিউতে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট, হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শারীরিক অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত থেকে রয়েছেন ভেন্টিলেশনে। ৯৭ বছরের কার্টুনিস্ট চিকিত্সায় সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন চিকিত্সক সমরজিৎ নস্কর। ২৩ দিন ধরে বেলভিউতে ভর্তি নারায়ণ দেবনাথ। তাঁর চিকিত্সার জন্য মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে।


বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’(Padma Shri Medal) সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান তাঁকে। সেখানেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে প্রবীণ শিল্পীকে সম্মানিত করা হয়। ওইদিন চিকিৎসকের কাছে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন তাঁরা। তারপরই শয্যাশায়ী অবস্থায় তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’ সম্মান এবং মানপত্র।


আরও পড়ুন ; আইসিইউ-তে ভর্তি নারায়ণ দেবনাথ, হাসপাতালের শয্যায় পেলেন ‘পদ্মশ্রী’ সম্মান


অরূপ জানিয়েছিলেন, কথা না বললেও, হাসপাতালে তাঁদের দিকে চোখ খুলে তাকান নারায়ণবাবু। চিকিৎসকদের পরামর্শ মেনে খাওয়াদাওয়া করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নারায়ণবাবুর জন্য শাল-মিষ্টি পাঠান এবং শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন বলেও জানান অরূপ।  


পরিবারের বাকি সদস্যরা নার্সিংহোমে থাকলেও, এই ‘পদ্মশ্রী’ নেওয়ার মুহূর্তে বাবার পাশে থাকতে না পেরে আক্ষেপ করেন নারায়ণবাবুর ছেলে। সেদিন তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি। তাই বাবাকে দেখতে যেতে পারেননি।