কলকাতা : অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে শহরের দুই নামী হাসপাতালকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে মেডিকা ও অ্যাপোলো হাসপাতালের জরিমানার নির্দেশ দেওয়া হয়। সোমবার সন্ধেয় মেডিকা হাসপাতালকে ৪ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশনের। কলকাতার নামজাদা এই হাসপাতালের বিরুদ্ধে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ। অপরদিকে, চিকিৎসার গাফিলতির ৩টি পৃথক মামলায় অ্যাপোলো হাসপাতালকে জরিমানা করা হয়। ৩টি পৃথক মামলায় অ্যাপোলো হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগের জেরেই বেলঘরিয়ার মিডল্যান্ড হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে হাইকোর্টে যায় মৃতার পরিবার। CID বা অন্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত চেয়ে করা হয় আবেদন। সেই সঙ্গে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে খুনের মামলা রুজু করারও আর্জি জানায় পরিবার। চলতি বছরের ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মিডল্যান্ড হাসপাতালে ভর্তি হন কাকলি সরকার নামে এক গৃহবধূ। ২৫ তারিখ সেখানেই মারা যান তিনি। পরিবারের দাবি, মৃত্যুর আগে কাকলি জানিয়েছিলেন, ওই হাসপাতালে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির চক্র রয়েছে। তাঁরও অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির পরিকল্পনা করছে ওই চক্র। পরিবারের আরও অভিযোগ, এক নার্স ইঞ্জেকশন দেওয়ার পরই কাকলির মৃত্যু হয়। এই ঘটনায় এর আগে রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়েছিল পরিবার। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই মিডল্যান্ড হাসপাতালকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এবার হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার।
অন্যদিকে, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের অজানা জ্বর। পরিস্থিতি মোকাবিলায় কোমর বাঁধছে রাজ্যে। আর এরমধ্যেই শিশু চিকিৎসায় গাফিলতি, পরিকাঠামোর অভাব-সহ একগুচ্ছ অভিযোগ উঠল পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছিলেন।
আরও পড়ুন- শিশু চিকিৎসায় গাফিলতি, পরিকাঠামোর অভাব-সহ একাধিক অভিযোগে ধুন্ধুমার পুরুলিয়ার হাসপাতালে
আরও পড়ুন- মিডল্যান্ড হাসপাতালে গৃহবধূর মৃত্যুর ঘটনায় CID তদন্তের দাবি, হাইকোর্টের দ্বারস্থ পরিবার