কলকাতা মেডিক্যাল কলেজে ভ্যাকসিন নিয়ে উত্তেজনা। আজ ১০০ জনকে কো-ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকা পাননি। কো-ভ্যাকসিন দেওয়া নিয়ে হাসপাতালের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। যদিও বেনিয়মের অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, লাইনে দাঁড়িয়ে অনেকেই নিজের পরিবারের অন্য সদস্যদের জন্য টোকেন সংগ্রহ করছেন, সেই কারণেই এই ঘটনা। পাশাপাশি জানানো হয়েছে, হাসপাতালের তরফে প্রতিদিন ১০০ জনকে কোভ্যাকসিন ও ২০০ জনকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে।
Kolkata Medical College Protest: 'সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন মেলেনি', বেনিয়মের অভিযোগে বিক্ষোভ কলকাতা মেডিক্যালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2021 02:06 PM (IST)
যদিও বেনিয়মের অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
কলকাতা মেডিক্যাল কলেজে ভ্যাকসিন-বিক্ষোভ