অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সোমবার থেকে বাড়ছে আরও মেট্রোর রেক। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। ২ প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার বিধিনিষেধ এখন শিথিল করা হয়েছে। এবার তাই সোমবার থেকে আরও মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোম থেকে শুক্রবার পর্যন্ত ২৪০টি থেকে মেট্রোর রেক বেড়ে ২৪৬। শনি-রবিবার চলবে শুধুমাত্র মেট্রোর স্টাফ স্পেশাল।
এর আগে করোনার বিধিনিষেধ একটু কমতেই, মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শেষ মেট্রো ছাড়ত রাত ৯ টায়। নিউ গড়িয়া ও দমদম মেট্রো স্টেশন থেকে ওই সময় দিনের শেষ ট্রেনটি ছাড়ছিল। অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ত রাত ৮ টা ৪৮ মিনিটে। এছাড়া সময় বেড়ে যাওয়ার জন্য বেড়েছিল মেট্রোরেলের সংখ্যাও। এতদিন ২৪০ টি মেট্রো চলাচল করবে। টোকেন পরিষেবা এখনও চালু না হওয়ায় মেট্রোতে উঠতে যাত্রীদের স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে।
নতুনকে স্বাগত জানাতে পুরাতনকে বিদায় দিতেই হয়। এবার সেই পুরাতনকে বিদায় জানানোর পালা। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সমস্ত পুরনো নন এসি রেকগুলিকে এবার বাদ দেওয়া হবে। ২০২১ সালেই প্রথাগতভাবে বিদায় নিচ্ছে মেট্রোর সমস্ত নন এসি রেক।
মেট্রো রেলসূত্রে খবর, ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। সেই দিনেই আনুষ্ঠানিকভাবে 'ফেয়ারওয়েল' জানানো হবে কলকাতা মেট্রোর সমস্ত নন এসি রেককে। শহরের ক্রমাগত পরিবর্তন, নাগরিকদের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত।
১৯৮৪ থেকে টানা ২৫ বছর ধরে কলকাতার বুকে একাই রাজত্ব করেছে নন এসি রেক। ২০০৯ সালে কলকাতায় প্রথম আসে এসি রেক। ধীরে ধীরে আরও উন্নত করা হয়েছে পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীরাও এসি রেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মেট্রো রেল সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর হাতে মোট ২৭টি এসি রেক আছে। দিনভর চালানোর জন্য সেটাই যথেষ্ট বলে জানা গেছে। ফলে প্রয়োজন ফুরিয়েছে নন এসি রেকের। কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, 'কলকাতা মেট্রোর জন্মদিনের দিন ছোট্ট অনুষ্ঠান করে বিদায় জানানো হবে নন এসি রেকগুলিকে।'