অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতা মেট্রোয় বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা। একসঙ্গে ২২ টি কোচ চলাচল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে চালানো হচ্ছে ৪০টি মেট্রো। আগামী সোমবার অর্থাৎ ২৮ জুন থেকে যা বেড়ে হবে ৬২ টি। স্টাফ স্পেশাল মেট্রো সংখ্যা বাড়ানোর জেরে অফিস টাইমে ১১ থেকে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলেই জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।


সকাল ৯টার বদলে সোমবার থেকে সকাল সাড়ে ৮ টা থেকে দুই প্রান্তিক স্টেশন থেকে চালু হবে মেট্রো পরিষেবা। পাশাপাশি সন্ধে ৬টা থেকে বাড়িয়ে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময় বাড়িয়ে সন্ধে সাড়ে ৬ টা করা হচ্ছে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র রেলকর্মীরাই নয়, এমার্জেন্সি বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও স্টাফ স্পেশাল মেট্রোতে যাতায়াত করতে পারবেন।


আপদকালীন বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারবেন। কারণ, টোকেনের কেটে মেট্রো চড়ার বিষয়টি এখনও বন্ধ রয়েছে। রাজ্যজুড়ে করোনা আবহে বিধি নিষেধ চালুর জেরে বন্ধ হয়েছিল গণপরিবহন। এখনও যা চালু হয়নি। এর মাঝে শুধু চলছে স্টাফ স্পেশাল ট্রেন-মেট্রোগুলি। এই মুহূর্তে ১৫ মিনিট অন্তর ৪০ টি স্টাফ স্পেশাল মেট্রো চলাচল করছে।


একঝলকে মেট্রোর নতুন সিদ্ধান্ত-



  • আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪০টি থেকে বেড়ে ৬২ টি স্টাফ স্পেশাল মেট্রো চলবে।

  • অফিস টাইমে ১৫ মিনিট থেকে কমে দুই মেট্রোর ব্যবধান হবে ১১ থেকে ১২ মিনিট।

  • সকাল ৯টার বদলে সাড়ে ৮টা থেকে দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হবে।

  • সন্ধে ৬টার বদলে সন্ধে সাড়ে ৬টায় দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো।

  • রেলকর্মীরাই শুধু নন বিভিন্ন এর্মাজেন্সি সার্ভিসেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চড়তে পারবেন স্টাফ স্পেশাল মেট্রোয়।

  • আপদকালীন পেশায় যুক্ত থাকার পরিচয়পত্র ও মেট্রোর স্মার্টকার্ড থাকলেই চড়া যাবে স্টাফ স্পেশাল মেট্রোয়।