সুদীপ্ত আচার্য, কলকাতা: একইদিনে দু’ বার আইসিইউ বেডের ভাড়া নেওয়ার অভিযোগ উঠল নার্সিংহোমের বিরুদ্ধে। অযথা বাড়ানো হয়েছে ওষুধের বিল। প্রিন্স আনোয়ার শাহ রোডের এক নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে আইসিইউ-তে ভর্তি রোগীর পরিবার।


পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার পায়ে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন ঢাকুরিয়া গাঙ্গুলিপুকুরের বাসিন্দা সুনীতা কর। গত মঙ্গলবার তার ছুটি ছিল। রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার নার্সিংহোমে পৌঁছায় রোগীর পরিবার। এরপরেই তার মাথায় হাত পড়ে। বিল দেখেই তাদের চক্ষু চড়ক গাছে ওঠে। 


পরিবারের অভিযোগ, মঙ্গলবার ছুটির সময় পাঁচদিন ভর্তি থাকার খরচ বাবদ হাতে ধরানো হয় ৯৮ হাজার টাকার বিল। আরও অযথা অতিরিক্ত ওষুধের বিল করেছে নার্সিংহোম। 


বিলে একই দিনে দুবার করে আইসিইউ বেড ভাড়া নেওয়া হয়। এমনকি ওষুধের বিল চাইলেও তা সঠিক ভাবে তাদের দেওয়া হয় না। এদিকে তার মধ্যেই রোগীর পরিবার ৫০ হাজার টাকা নার্সিংহোম কর্তৃপক্ষকে জমা করে দেয়। 


পরিবারের দাবি, রোগীর পরিবারের তরফে বিল ঠিক করতে বলা হলে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বলা হয় সঠিক বিল রয়েছে। বিলের পুরো টাকা না দিলে রোগী ছাড়া যাবে না। প্রতিবাদ করলে রোগীকে আটকে রাখা হয় বলেও অভিযোগ। 


এরপর রোগীর পরিবার যাদবপুর থানার দ্বারস্থ হলেও সেখানেও তাদের তিক্ত অভিজ্ঞতার সন্মুখীন হতে হয়। পুলিশ তাদের কোন সাহায্য করেনি বলে অভিযোগ রোগীর পরিবারের। 


নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে, নার্সিংহোমের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান কর্তৃপক্ষ কেউ নেই। তাই কথা বলা যাবে না। রোগী ভালো আছে। 


এমতাবস্থায় অসহায় ভাবে ঢাকুরিয়ার গাঙ্গুলী পুকুরের কর পরিবার সুনিতা দেবীর বাড়ি ফিরে আসার অপেক্ষা করছে।


আরও পড়ুন: অসুস্থ সাজিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে রোগীভর্তির অভিযোগ, নার্সিংহোম বন্ধ করল প্রশাসন