ঝিলম করঞ্জাই, কলকাতা: মেডিক্যাল কলেজে, প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের একাংশের উদ্যোগে নির্মল মাজির জন্মদিন পালনের আয়োজন করা হয়। চিকিৎসকদের একাংশেরই বিক্ষোভের মুখে ভেস্তে গেল সেই নির্মল-উৎসব। বিক্ষোভ দেখে, গাড়ি থেকে নামলেনই না নির্মল মাজি। 


তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠনের তরফে তৃণমূল বিধায়কের জন্মদিনের আয়োজন। আর তাতেই আপত্তি জানালেন তৃণমূলপন্থী জুনিয়র চিতিৎসকরা! যার ফলে মেডিক্যাল কলেজে ভেস্তে গেল, তৃণমূল বিধায়ক নির্মল মাজির জন্মদিন পালন। 


বুধবার তৃণমূল বিধায়কের জন্মদিন। সেই উপলক্ষ্যে, কলকাতা মেডিকেল কলেজে, তৃণমূলপন্থী সংগঠন, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের অফিসে, এই সংগঠনের সভাপতি, নির্মল মাজির জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। 


চিকিত্সকদের মেসেজ পাঠিয়ে আমন্ত্রণও জানানো হয়। কেউ কেক নিয়ে আসেন। কারও হাতে দেখা যায় ফুল। আসেন নার্সিং অ্যাসোসিয়েশনের বেশ কিছু পদাধিকারী। 


আর তাতেই আপত্তি জানান প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের দাবি, করোনা আবহে কেন এই আয়োজন? মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বিক্ষোভ দেখান তাঁরা। প্ল্যাকার্ডে লেখা নির্মল মাজি গো ব্যাক। 


এক বিক্ষোভকারী জুনিয়র ডাক্তার জানান, কিছু কিছু ডাক্তারদের কাছে এমন মেসেজ গেছে, যে আসতে হবে। ডাক্তারদের ডাক্তারি ছেড়ে আসতে হচ্ছে। যেন পার্টি হুইপ। উনি তো হাসপাতালের কেউ না। আরও এক বিক্ষোভকারী জুনিয়র ডাক্তার জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালে উন্নয়নে অনেক কাজ করেছেন। কিন্তু দলের কারো কারোর এই ধরনের আচরণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের দলের নেত্রীর।


আর বিক্ষোভের মুখে তড়িঘড়ি হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান নির্মল মাজি। অনুষ্ঠান না হওয়ায় সংবাদমাধ্যমকেই দোষারোপ করছেন আয়োজনকারীরা। তবে, মূলত পড়ুয়া বিক্ষোভের জেরেই ভেস্তে যায় অনুষ্ঠান। এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি নির্মল মাজি। মুখে কুলুপ এঁটেছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: CBI summons Sekh Sufian:বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামে তৃণমূল নেতা  শেখ সুফিয়ানকে তলব সিবিআইয়ের