ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বাড়াতে পারবে বেসরকারি হাসপাতালগুলি (Private Hospitals)। ভাড়া বাড়ানো যাবে ১০ শতাংশ পর্যন্ত। এমনই নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন (State Health Commission)।
বছরে একবার ভাড়া বাড়ানো যাবে
বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। হাসপাতালে আইসিইউতে রোগী ভর্তি থাকলে জলের চার্জ আলাদা নেওয়া যাবে না। স্যালাইন সহ অন্যান্য ওষুধ দিতে চ্যানেল করতে হলে তারও আলাদা চার্জ নেওয়া যাবে না। নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য কমিশন।
আর কী কী জানা যাচ্ছে?
স্বাস্থ্য কমিশন এই মুহূর্তে মোট চারটি নির্দেশিকা জারি করেছে। তার অন্যতম বেসরকারি হাসপাতালগুলির বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে। ২০২০ সালের মার্চ মাসে তারা নির্দেশিকা জারি করে যে কোভিড আবহে বেড ভাড়া কোনওভাবে বাড়ানো যাবে না। সেই নির্দেশিকা আজ প্রত্যাহার করে নতুন নির্দেশিকায় জানানো হয় যে প্রত্যেক বছর তারা একবার করে বেড ভাড়া বাড়াতে পারেন কিন্তু তা যেন ১০ শতাংশের বেশি না হয়।
এছাড়া জানানো হয়েছে আইসিউ চার্জের মধ্যে আরএমও চার্জ নেওয়া যাবে না, চ্যানেল করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার আলাদা ভাড়া নেওয়া যাবে না, এবং আইসিউ রোগীদের জন্য যে নির্দিষ্ট জল দেওয়া হয় তারও ভাড়া নেওয়া যাবে না।
স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় কী বলছেন?
'আমরা আজ চারটি নির্দেশিকা জারি করেছি। আমাদের উদ্দেশ্য ছিল করোনার সুযোগে হাসপাতাল যেন বেড চার্জ বাড়িয়ে না দেয়। বলা হয়েছিল ১ মার্চ, ২০২০-এর বেড চার্জই লাগু থাকবে আপাতত। যেহেতু এখন করোনার সবরকম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এবং পরিস্থিতি আসতে আসতে স্বাভাবিক হয়েছে, তাই ভাড়া বৃদ্ধির নিষেধাজ্ঞা তুলে নিলাম আমরা। এটা বলা হয়েছে যে কোনও রোগী যখন ভর্তি হবে সকল হাসপাতালকে পানীয় জল বিনামূল্যে দিতে হবে।' বলছেন অসীম বন্দ্যোপাধ্যায়।