সুদীপ্ত আচার্য, কলকাতা : পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামনে গুলি চলে বলে অভিযোগ। জানা গেছে, অনুশীলনের সময় দুই যুবক এসে কোচিং নিতে চান। কিন্তু, বছরের মাঝখানে কোচ কোচিং করাতে রাজি না হওয়ায় শূন্যে গুলি চালায় তারা।


 



গুলি চালানোর পর বাইক নিয়ে পালিয়ে যায় দুই যুবক। অভিযোগ, ওয়েস্টবেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এক কোচের। যদিও ঘটনাস্থলে গুলির খোল মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। ঘটনার সময়ে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে কথা পুলিশের।


এর আগে গত অগাস্ট মাসে বেহালায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘড়ির কাঁটা তখন রাত ১ টা ছুঁই ছুঁই। বেহালার (Behala) বনমালী ঘোষাল লেনের একটি আবাসনের সামনে বাইকে চড়ে এসে দাঁড়ায় কয়েকজন দুষ্কৃতী। আবাসনের তিনতলার একটি ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। জেমস লং সরণির এই আবাসনেরই তিন তলায় থাকেন ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়। তৃণমূল নেতা দাবি জানান, দুষ্কৃতীদের গুলি তাঁর ফ্ল্যাটে জানলার কাঁচ ভেদ করে ঢুকে যায়। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, গুলির শব্দ শুনে আবাসনের অন্য বাসিন্দারা চেঁচামেচি শুরু করলে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত নেতা। 


অগাস্টেই পার্ক স্ট্রিটে শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খেলা হবে দিবস উপলক্ষে ম্যাচ চলাকালীন ৩ মত্ত যুবকের সঙ্গে স্থানীয়দের বচসা বাধে। পরে তারা ফিরে এসে ৩ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। আহত হন একজন।  কড়েয়া থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ফুটবল ম্যাচ ছিল পার্ক স্ট্রিটের এলিয়ট রোডে পাকুড়তলা মাঠে। খেলা চলাকালীন মত্ত অবস্থায় আসে কড়েয়ার বাসিন্দা ৩ যুবক। একটি গোল নিয়ে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা জুড়ে দেয়। পরে চলে যায় তারা। রাত সাড়ে ১২টা নাগাদ ফিরে এসে আচমকা তিন রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। গুলিতে আহত হন একজন। আহত ব্যক্তিকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশ কড়েয়ার বাসিন্দা অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে। 


খাস কলকাতায় (Kolkata) দুষ্কৃতী তাণ্ডব, শ্যুটআউটের এখানেই শেষ নয়। সম্প্রতি প্রোমোটিং সংক্রান্ত বিবাদে বাঁশদ্রোণীর সোনালি পার্কে বাড়িতে ঢুকে যুবককে গুলি চালানোর অভিযোগ ওঠে। গ্রেফতার হয় কুখ্যাত দুষ্কৃতীর ছেলে সহ ২ জন।