প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা : সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভে (Sector 5) দুর্ঘটনা রুখতে সতর্কতামূলক প্রচার চালাল পুলিশ (Bidhannagar Police)। বাস, গাড়ি, মোটরবাইক চালক থেকে শুরু করে পথচারীদের নিয়ম মেনে চলতে মাইকে প্রচার করা হয়।  হেডফোন কানে দিয়ে রাস্তা পার হতে গিয়ে পুলিশ কর্মীদের হাতে ধরাও পড়েন কেউ কেউ। 


গত ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), একটি সভায় বলেন, প্রতিদিন কেন চিংড়িঘাটায় (Chingrighata) অ্যাক্সিডেন্ট হবে? আমি দেখতে চাই, ওখানে যেন আর একটাও অ্যাক্সিডেন্ট না হয়।


চিংড়িঘাটায় (Chingrighata) একের পর এক দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee), এই মন্তব্যের আধ ঘণ্টার মধ্যেই চিংড়িঘাটা (Chingrighata) মোড়ে পুলিশের তত্‍পরতা চোখে পড়ে।  এবার সল্টলেকের সেক্টর ফাইভেও বাড়ানো হল পুলিশের নজরদারি। নবদিগন্ত ট্রাফিক পুলিশের (Nabadiganta Traffic Police) তরফে পথ দুর্ঘটনা রুখতে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মাইকে চালানো হয় সতর্কতামূলক প্রচার।  


বাস চালকদের বলা হয় নির্দিষ্ট স্ট্যান্ডে দাঁড়াতে। পুলিশের এই পদক্ষেপে কিছুটা আশ্বস্ত পথচারী থেকে মোচরবাইক চালকরা। সিগন্যাল অমান্য করে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া নিয়ে সতর্ক করা হয় পথচারীদের। হেডফোন কানে দিয়ে রাস্তা পার হতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েন কয়েকজন। তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।