কলকাতা: পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে। একই দিকে এগোচ্ছে ডিজেল। এরইমধ্যে ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক সংগঠনগুলি। ভাড়া বাড়িয়ে দিয়েছে অ্যাপ ক্যাবগুলি। এবার ভাড়া বৃদ্ধির দাবি জোরাল করল ট্যাক্সি সংগঠন।  ভাড়া না বাড়ালে কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে তারা।


বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি,  ভাড়া না বাড়ালে ১২ অগাস্ট থেকে ৪৮ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট হবে। তাদের দাবি, ভাড় বাড়িয়ে ট্যাক্সিতে উঠলেই   দিতে হবে ৫০ টাকা। তারপর প্রতি কিলোমিটারে ভাড়া করতে হবে ২৫ টাকা।


ট্যাক্সি সংগঠনের দাবি, তাদের ভাড়াবৃদ্ধির এই প্রস্তাব যুক্তিসঙ্গত। করোনাকালে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তারা ট্যাক্সিতে উঠলে ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা করার দাবি জানিয়েছে।


জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে একলাফে গত মাসেই  ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছিল অ্যাপ ক্যাব ওলা, উবর। কিলোমিটার পিছু ১০ টাকার বদলে ভাড়া বাড়িয়ে করা হয় ১৪ টাকা ৭০ পয়সা। 


মিনিমাম ফেয়ার অপরিবর্তিত থাকলেও, বাড়ানো হয়েছে উবরের বেস ফেয়ার।  উবর গো-এর ক্ষেত্রে, বেস ফেয়ার ৪৭ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে, ৪৮ টাকা।  প্রথম ১৫ কিমির ক্ষেত্রে প্রতি কিমিতে দিতে হত ১০ টাকা, এখন ১৪টাকা ৭০ পয়সা। ১৫ কিমির পর প্রতি কিমিতে ১৩ টাকা ৭০-এর পরিবর্তে লাগবে ১৪ টাকা ৭০ পয়সা। সব মিলিয়ে উবর গো-এ ১০ কিমি যেতে দিতে হত ১৯৪টাকা, এখন দিতে হচ্ছে ২২৫ টাকা। একই ভাবে বেস ফেয়ার বাড়ানো হয়েছে গো সেডান ও প্রিমিয়ারের। তবে, টাইম চার্জ সামান্য কমানো হয়েছে।


অন্যদিকে, কয়েকমাস আগেই আগেই ভাড়া বাড়িয়েছে ওলা। ওলা মিনি ও প্রাইমের ক্ষেত্রে না বাড়লেও, SUV-র বেস ফেয়ার ১২০ থেকে বাড়িয়ে ১৬০ করা হয়েছে। ওলা মিনির ক্ষেত্রে, মিনিমাম ফেয়ার, ৬০ টাকা থেকে বাড়িয়ে ৮০ করা হয়েছে। প্রাইমের ক্ষেত্রে ভাড়া ৭০ থেকে বেড়ে হয়েছে ৯০টাকা। SUV-র মিনিমাম ফেয়ার ১২০ টাকা থেকে হয়েছে ১৬০ টাকা।