আবির দত্ত, কলকাতা: একবালপুরে শিক্ষিকার বাড়িতে চুরির অভিযোগ ছাত্রীর মায়ের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্ত। গ্রেফতার করল একবালপুর থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া গয়না, নগদ। ধৃতের আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে।
বাড়ি ফাঁকা দেখে সন্তর্পণে প্রবেশ। অভিযোগ, তারপর সোনা, গয়না, নগদ নিয়ে চম্পট। কিন্তু তাও শেষরক্ষা হল না। অভিযুক্তকে চিনিয়ে দিল সিসি ক্যামেরার ছবি। একবালপুরে এক শিক্ষিকার বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার তাঁরই এক ছাত্রীর মা। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গয়না, নগদ।
ঘটনা ঘটেছে একবালপুর থানা এলাকার ডেন্ট মিশন রোডে। এই বাড়ির বাসিন্দা সাল্লা খাতুন, প্রাইভেট টিউশন করেন। তাঁরই বাড়িতে শনিবার রাতে চুরি হয়েছে বলে দাবি। চুরির কথা জেনে তিনি রবিবার সকালে একবালপুর থানায় অভিযোগ করেন। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন একবালপুরের বাসিন্দা অভিযুক্ত তবসসুম বিবি।
অভিযোগ, একবালপুরের ওই শিক্ষিকার বাড়িতে ছাত্রীর মা চুরি করেন। ডুপ্লিকেট চাবি বানিয়ে আট লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপোর গয়না এবং নগদ চুরি হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী শিক্ষিকার দাবি, টেলিভিশন চ্যানেলে ক্রাইম সিরিয়াল দেখেই চুরির ছক কষা হয়।
রাতভর বৃষ্টিতে কার্যত বানভাসি কলকাতা, খুলে দেওয়া হয়েছে গঙ্গার লকগেট
পুলিশ সূত্রে দাবি, রীতিমতো পরিকল্পনা করেই চুরি করা হয়েছে। গেটের নকল চাবি বানিয়ে সাত মাস অপেক্ষা করা হয়। বাড়ি ফাঁকা করার জন্য ঘটনার দিন অভিযুক্ত ওই শিক্ষিকাকে ফোন করে বাবুবাগানে আসতে বলেন। কিন্তু বাবুবাগানে গিয়ে শিক্ষিকা কারও দেখা পাননি। এভাবেই অত্যন্ত পরিকল্পনা করে চুরির ছক কষা হয়েছিল।
কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হল না। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও সোর্সের মাধ্যমে একবালপুর থানার পুলিশ চিহ্নিত করে ফেলে অভিযুক্তকে। গ্রেফতার হন শিক্ষিকার ছাত্রীর মা।