কলকাতা: রাতভর বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে। সতর্ক কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, গঙ্গার লকগেটগুলো খোলা রয়েছে। পাশাপাশি, ৭৬টা পাম্পিং স্টেশন লাগাতার কাজ করছে। সাড়ে চারশোর বেশি পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুরসভা।
আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ।
অন্যদিকে, গতকাল রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল। ফলে কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। আজও সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল লকগেট। এর জেরে শহরে ফের জল জমার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কলকাতা পুরসভার সিদ্ধান্তে সকালেই খুলে দেওয়া হল লকগেট। ধাপা, তপসিয়া, পামারবাজার, উল্টোডাঙ্গা, শিয়ালদার পশাপাশি, বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুরে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
রাত থেকে টানা বৃষ্টি। পাশাপাশি, বেড়েছে গঙ্গার জলস্তর। তার জেরে গঙ্গা তীরবর্তী শ্রীরামপুর, চুঁচুড়া, ব্যান্ডেল, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়ায় একাধিক রাস্তায় জল জমেছে। বারাসাতের শরৎ পল্লি এলাকাতেও জল জমেছে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন কোকোবাগান এলাকাও।
রাত থেকে টানা বৃষ্টির জেরে হাওড়া পুরসভার অন্তত ৩০টা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জল জমেছে পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া, রামরাজাতলা, বেলগাছিয়া লিলুয়া, ঘুসুড়িতে। শহরের মূল রাস্তাগুলো জলমগ্ন। কোথাও গোড়ালি ডোবা জল, কোথাও আবার হাঁটু জল। বাড়িতেও জল ঢুকেছে। সকাল থেকে রাস্তায় যানবাহন কম। দুর্ভোগ বেড়েছে হাওড়াবাসীর।সোনারপুরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। ফলে জল ঠেলেই চলছে যাতায়াত। রাস্তার দু’পাশে বাড়িতেও জল ঢুকে গিয়েছে। জল জমেছে বারুইপুরেও।
আরও পড়ুন: রূপনারায়ণের জলে প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা, তৃণমূল প্রধানের নিশানায় প্রশাসন