পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  জোড়াসাঁকো থানা এলাকার জাকারিয়া স্ট্রিট সংলগ্ন এলাকায় খুনের কিনারা। খুনের এলাকায় মৃতের পূর্ব পরিচিত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মদ খাওয়ার জন্য ১০০ টাকা চেয়েছিল অভিযুক্তরা। তা না পেয়েই ওই ব্যক্তিকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে দাবি। শনিবার রাতে একটি সরু গলি থেকে উদ্ধার হয় বছর চল্লিশের ওই ব্যক্তির মৃতদেহ।


মাত্র ১০০ টাকার জন্য মানুষ খুন! সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে জোড়াসাঁকো থানার জাকারিয়া স্ট্রিট সংলগ্ন এলাকায় খুনের কিনারা করল পুলিশ। আর পুলিশি তদন্তেই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। ধৃত তিনজনই মৃতের পূর্ব পরিচিত।   


পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে জাকারিয়া স্ট্রিটের কাছে একটি সরু গলি থেকে উদ্ধার হয় পেশায় ভ্যানচালক রঞ্জিতের রক্তাক্ত মৃতদেহ। পাশে পড়ে ছিল কাপড়ের টুকরো। 


জোড়াসাঁকো থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড থানাও তদন্তে নামে।  পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ঘটনার পর ৩ জনকে গলি থেকে বেরিয়ে আসতে। সেই সূত্রে ধরেই প্রথমে তিনজনকে আটক, পরে গ্রেফতার করা হয়। 


কিন্তু কেন ১০০ টাকার জন্য পূর্ব পরিচিতদের হাতে খুন হলেন ভ্যানচালক? ধৃতদের জেরার পর পুলিশ সূত্রে খবর, মদ খাওয়ার জন্য ওই তিনজন ১০০ টাকা চেয়েছিল রঞ্জিতের কাছে। সেই টাকা না পাওয়ায়, প্রথমে শ্বাসরোধ করে, পুরে ইট দিয়ে আঘাত করে খুন করা হয় বছর চল্লিশের ওই ব্যক্তিকে। 


এদিকে, কলকাতার গঙ্গায় বার্ন স্ট্যান্ডার্ড ঘাটে ভেসে আসা এক ব্যক্তির মৃতদেহ ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মারধরের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।  গত ২ জুলাই ওই দেহ ভেসে আসে। তাঁর পরিচয় জানার জন্য আশপাশের থানার মিসিং ডায়রি খতিয়ে দেখা হচ্ছে।


করোনা পরিস্থিতিতে গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনা অবাক করার মতো বিষয় নয়। উত্তরপ্রদেশ থেকে ভাসিয়ে দেওয়া দেহ নিয়ে আলোড়নও হয়েছে দেশজুড়ে। কিন্তু গত ২ জুলাই কলকাতায় গঙ্গার বার্ন স্ট্যান্ডার্ড ঘাটে যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভেসে এসেছে, তাঁর ময়নাতদন্তের রিপোর্টের পর দানা বেঁধেছে রহস্য। 


রবিবারই পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট।  পুলিশ সূত্রে দাবি, সেই রিপোর্টে বলা হয়েছে বছর ৪৫ এর ওই ব্যক্তিকে প্রথমে মারধর তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।