হিন্দোল দে, কলকাতা: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের মধ্যে সিবিআইয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সারদা ও নারদকাণ্ডে বিজেপিতে যাওয়া তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ। কুণালের পুরনো বক্তব্যকে হাতিয়ার করে তাঁকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘যদি সিবিআই নিরপেক্ষ থাকে তাহলে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না কেন?’’
রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘উনি ঠিক করবেন নাকি কাকে ডাকা উচিত, কাকে ডাকা উচিত নয়? কুণালকে এই নিয়ে মাথা ঘামাত হবে না ৷’’
কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার গোয়েন্দারা তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে। এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এক বিজেপি নেতা সিবিআই এবং ইডিকে বিভিন্নভাবে ফোন করে চাপ দিচ্ছেন যাতে আমাকে বিভিন্ন রকম হবে ডিস্টার্ব করা হয়। কেননা আমি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছি । CBI, ED কে ফোন করে আমার ওপরে চাপ বাড়ানোর জন্য বলছেন। এটা কোথাকার বাঁদরামি ৷’’
জেলবন্দি থাকাকালীন তাঁর বক্তব্যকেই হাতিয়ার করে কুণালকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘উনি বলেছিলেন মমতাকে ধরা উচিত, সারদাকাণ্ডের নায়িকা, এখন উল্টো বক্তব্য রাখছেন, ওনার দু-আড়াই বছর আগের বক্তব্য সত্য না মিথ্যা ছিল?’’
কয়লা থেকে গরুপাচারকাণ্ড। ভোটের মুখে সিবিআই-ইডির তৎপরতা নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে।