সঞ্চয়ন মিত্র, কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, তেলের বদলে জল দিয়েই রান্না করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গতকালই উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উনুনের ওপর বসানো রয়েছে কড়াই। সবজি রান্না হচ্ছে। তবে, তেল নয়, রান্না হচ্ছে জলে। রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে এভাবেই প্রতীকী প্রতিবাদ দেখাল তৃণমূল।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলে, রান্নাঘরে আগুন জ্বলে। এখানে তৃণমূল কংগ্রেসের অঙ্গনওয়াড়ি শাখার সদস্যরা আছেন। বাচ্চাদের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। বাড়িতে রান্না হবে কী করে? গ্যাসের এত দাম।
বর্তমানে কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৬১ টাকা। মাত্র ৬ মাসেই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা।
এভাবে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে, রান্না হবে কি সে, তা নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছে না মধ্যবিত্ত। সরকার এ নিয়ে কোনও সুরাহা দিতে না পারলেও, মঙ্গলবার উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। আর তাই যোগীরাজ্য থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের উন্নত জীবনের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সমস্ত বাড়ি বাড়ি থাকবে এলপিজি স্টোভ। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড লাগবে না। সেল্ফ ডিক্লারেশন দিলেই হবে।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ঊজ্জ্বলা ঊজ্জ্বলা করে লাফায়। প্রথমে গ্যাসের লাইন ফ্রি। এখন আবার কী ফ্রি দেবে বলছে। কিন্তু গ্যাস কিনবে কী করে? সেই পাইপলাইনে এখন ন্যাতা, কাঁথা মেলা থাকে।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম বার উজ্জ্বলা যোজনা শুরু করা হয়। সে বার দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল।