অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্য-রাজ্যপাল বিরোধের আবহের মাঝেই রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে হঠাৎ সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হতে পারে বলেই সূত্র মারফৎ খবর। তবে সরকারিভাবে কোনও তরফে কোনও তথ্য পাওয়া যায়নি। ঠিক বিকেল ৩টে ৫১ মিনিটে রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে।


পিএসসির চেয়ারম্যান বিতর্ক ইস্যুতেও কথা হতে পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে। এই নিয়ে এর আগে রাজ্যপাল কথা বলার ইচ্ছে প্রকাশ করছিলেন। কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। এদিন সব ইস্যুতেই ২ জনের মধ্যে কথা হবে বলেই আশা করা হচ্ছে। এদিকে পিএসি চেয়ারম্যান বিতর্কের মাঝেই গতকাল একাধিক কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেপি বিধায়করা। তাই এই আবহের মাঝে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের বৈঠক ঘিরে যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছে।



সকালে নবান্নে নিজের কাজ সেরে বিকেলের দিকে রাজভবনের পথে পা বাড়ান মুখ্যমন্ত্রী। খুব অল্প সময়ের বৈঠকেই এই সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকে বিধান পরিষদ নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। এর পরবর্তী সময়  ভোটে জিতে আসার পর বিধান পরিষদ গঠন নিয়ে উদ্যোগী হয় রাজ্য সরকার। এমনকী বিধানসভায় বিধান পরিষদের বিলও পাশ করিয়েছে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের অনুমোদন মেলেনি। 


এদিকে এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরােধী দল বিজেপি এই নিয়ে বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। এই সময় এই বিল পাশ করানো উচিত নয় বলেই মনে করছে বিজেপি। তার গঠনগত বিষয় ও অনুমতির বিষয় এই রাজ্যপাল- মুখ্যমন্ত্রী সাক্ষাতে উঠে আসতে পারে বলে মনে করা হয়েছে।


অন্যদিকে, কিছুদিন আগেই বিধানসভার বাজেট অধিবেশন গত সপ্তাহেই শেষ হয়েছ। সেখানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে নির্বাচিত করা হয়েছে। বিজেপি থেকে বিধানসভা ভোটে টিকিট পেয়ে জয়ের পরই তৃণমূলে যোগ দেন মুকুল। এবার তাঁর নির্বাচন নিয়ে আপত্তি করেছে বিজেপি। বিধানসভার সব কমিটি থেকে বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। সেই নিয়ে রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বাকি দলনেতারা দেখা করেছিলেন গতকাল। এবার মমতা- ধনকড়ের সাক্ষাতে আর কি উঠে আসে তা দেখার।