প্রকাশ সিন্হা, কলকাতা: মেট্রো ডেয়ারি মামলায় আরও এক আইএএস অফিসারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর নিয়ে ওই মামলার সূত্রে আইএএস অফিসার বি পি গোপালিকাকে আগামী ২৪ মার্চ ইডি তলব করা হয়েছে।
ইডি সূত্রে খবর, মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের সময় পশুপালন দফতরের সচিব ছিলেন গোপালিকা। যে বৈঠকে মেট্রো ডেয়ারি বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত হয়, সেই বৈঠকেও ছিলেন গোপালিকা।
বিপি গোপালিকা নানা সময়ে নবান্নে একাধিক দফতর সামলেছেন তিনি। একসময়ে ছিলেন প্রাণিসম্পদ দফতরের সচিব।
অভিযোগ, সেসময় ওই দপ্তরের অধীনে থাকা মেট্রো ডেয়ারিতে আর্থিক গরমিলের ঘটনা প্রকাশ্যে আসে। তারই তদন্তে নেমে ইডি নোটিস পাঠিয়েছে তাঁকে।
আগামী ২৪ তারিখ সেসময়কার নথিপত্র নিয়ে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা উল্লেখ রয়েছে নোটিসে।
তবে রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে ইডির এই তলব নিরপেক্ষ নয় বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ।
এতে রাজনৈতিক চাপ রয়েছে, মনে করছেন তাঁরা। এর আগে এই মেট্রো ডেয়ারি মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদীকেও তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে, মেট্রো ডেয়ারি হস্তান্তর সংক্রান্ত তথ্য চেয়ে স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে হাজিরার নোটিস দেয় ইডি। সেই নিয়ে নিজের ক্ষোভ স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে অমিত শাহর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "এখন নির্বাচনের কাজ করবে না কি সাক্ষী দিতে যাবে। নিজেরা হারবে বলে অমিত শাহ বাংলায় চক্রান্ত করছে। চক্রান্ত করছে কী করে তৃণমূলকে শেষ করা যায়। কী করে বাংলাকে দখল করা যায়। কী করে মমতাকে মেরে ফেলা যায়। কী করে মানুষের উপর অত্যাচার করা যায়। সিন্ডিকেড বাবু ওয়ান সিন্ডিকেট বাবু টু জেনে রেখে দাও নির্বাচন কমিশনকে তোমরা চালিত করছ। আগামী দিন এমন চলতে থাকলে আমি ভাঙা পা নিয়ে নির্বাচন কমিশনে ধর্না দিতে পিছু পা হব না।"
এর আগে, এই মামলায় ফিরহাদ হাকিমের মেয়েকে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চায় ইডি। বিদেশেও পাঠানো হয়েছে টাকা, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।