কলকাতা: হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের মেট্রো রুটের সময়সূচিতে বদল আনা হল। কলকাতা মেট্রোর তরফে সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞপ্তিতে এই সময় বদলানোর বিষয়টি জানানো হয়েছে। আগামীকাল ৮ সেপ্টেম্বর রবিবার থেকে সময়সূচিতে কিছু বদল আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার থেকে শনিবার পর্যন্ত এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের প্রথম গাড়ি ছাড়ত সকাল ৭টায়। যা সেই সময়ই ছাড়বে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের প্রথম ট্রেনও ছাড়ত সকাল ৭টায়। কিন্তু নতুন সূচি অনুযায়ী এই রুটের প্রথম গাড়িটি ছাড়বে সকাল ৭.১০ এ। 


আবার হাওড়া থেকে এসপ্লানেডের শেষ মেট্রো ছাড়ার কথা ছিল রাত ৯.৪৫ মিনিটে। তার বদলে সেই মেট্রোটি ছাড়বে ৯.৪৬ মিনিটে। অন্যদিকে, এসপ্লানেড থেকে ৯.৪৫ মিনিটে শেষ মেট্রো ছাড়ার কথা ছিল। সেই মেট্রো ছাড়বে ৯.৫৬ মিনিটে। 



অন্য়দিকে, রবিবার হাওড়া থেকে এসপ্লানেডের প্রথম মেট্রোর সময়সূচি ছিল দুপুর ২.১৫ তে। এই সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে এসপ্লানেড থেকে হাওড়ার প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে। যা আগের সূচি ছিল ২.১৫। 


হাওড়া থেকে এসপ্লানেডের শেষ ট্রেনটি রবিবার ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। যা আগের সূচি ছিল রাত ৯.৪৫ মিনিট। উল্টোদিকের এসপ্লানেড থেকে হাওড়া আসার শেষ মেট্রোটি ছাড়বে ৯.৫০ মিনিটে। যা আগের সূচি ছিল রাত ৯.৪৫ মিনিট।


উল্লেখ্য, গতকালই বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢুকে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে KMRCL-এর আধিকারিকরা পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধিকারিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা, ধস্তাধস্তির উপক্রম হয়। ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বউবাজারের বাসিন্দারা বিক্ষোভ দেখান। ভেন্ডিং মেশিনের সামনে বসে পড়েন তাঁরা। 'এভাবে চলতে পারে না। সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের।' এমনই মন্তব্য করেন বিক্ষোভকারীরা। যদিও কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভেন্ডিং মেশিনের সামনে থেকে তাঁরা সরে গেলে আবার যাত্রীরা যাতায়াত শুরু করে। গতকাল রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢুকে যায়। তড়িঘড়ি সেখান থেকে সরানো হয়েছে এলাকার ১১টি বাড়ির ৫২ জনকে।