কলকাতা : বাংলাদেশে অশান্তির ঘটনায় আগেই প্রতিবাদ করেছিলেন দুই বাংলার বহু বিদ্বজন। এবার ট্যুইটারে সোচ্চার হলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের তুলনা টেনে তাঁর পোস্ট ইতিমধ্যেই নাড়া দিয়েছে অনেককে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ' বাংলাদেশে হচ্ছেটা কী? দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে? খালি শুনছি বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে! তাঁদের খুন করা হচ্ছে! বন্ধ করুন! দয়া করে এসব বন্ধ করুন! গোটা বিশ্ব অশান্ত হয়ে উঠছে।'
এরপর তিনি ফোনে এবিপি আনন্দ-র দর্শকদের সঙ্গে তাঁর উৎকণ্ঠা ভাগ করে নেন। তিনি বলেন, "পুজোর সময় বাংলাদেশে হিন্দুদের প্রতি যে হিংসা চলছে, তার আমি সর্বান্তকরণে ধিক্কার জানাই। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছি। সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের হাতে। হিংসার পথ কোনও পথ নয়। আমি সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।"
আরও দেখুন :
দোষীদের কড়া শাস্তির দাবি, বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা অপর্ণা সেনের
পুজোর মরসুমে বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে সোচ্চার হয়েছেন এপার বাংলার বিদ্বজ্জনেরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পদ্মার ওপারে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন তাঁরা। চিঠিতে সই করেছেন পবিত্র সরকার, কৌশিক সেন, দেবশঙ্কর হালদার প্রমুখরা।