কলকাতা: এক পর্দায় একসঙ্গে রজতাভ দত্ত (Rajatava Dutta), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়  (Anindya Pulak Banerjee) সহ একাধিক তারকা। জোর কদমে চলছে নতুন ছবি 'গাটস'-এর (Guts) শ্যুটিং।


শ্যুটিং চলছে 'গাটস'-এর


'সুব্রত নন্দী প্রোডাকশন'-এর প্রযোজনায় আসছে 'গাটস'। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাংলা সিনে দুনিয়ার একঝাঁক তারকাকে। ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন কিংশুক দে।


আপাতত কলকাতা শহরের নানা জায়গায় চলছে ছবির শ্যুটিং। একঝাঁক তারকাদের যেমন দেখা যাবে এই ছবিতে তেমনই অন্যদিকে থাকছে বেশ কিছু নতুন মুখ। ছবিতে একদিকে যেমন দেখা যেতে চলেছে রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, অভিরাজ, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দীর মতো তারকাদের। তেমনই অন্যদিকে থাকছেন অরিত্র গোস্বামী, অরিত্রম মুখোপাধ্যায়, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গঙ্গোপাধ্যায় সহ একাধিক নতুন মুখ।


পরিচালক কিংশুক দের কথায়, 'এই ছবির গল্প তিন আশাহত নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাঁরা জীবনের নানা ক্ষেত্রে অসফল হওয়ার পর সিদ্ধান্ত নেয় মৃত্যুর পথ বেছে নেওয়ার। কিন্তু তাঁদের মৃত্যু হয় না। ঘটনাচক্রে তাঁরা জড়িয়ে পড়েন এক মাফিয়া দলের সঙ্গে।'


আরও পড়ুন: Karnataka Ratna Award: 'কর্ণাটক রত্ন' পুরস্কারে সম্মানিত করা হবে প্রয়াত অভিনেতা পুনীত রাজ কুমারকে


'এই মাফিয়া দলের প্রধান রফিক খান। অভিনয়ে সুব্রত নন্দী। সে ধীরে ধীরে ওই তিন নারীর 'গড ফাদার' হয়ে ওঠে। খুন, কিডন্যাপ, মধুচক্র, নানা কাজের মধ্যে জড়িয়ে পড়ে তাঁরা। তাঁদের ধাওয়া করতে থাকে ৬ জন এসটিএফ (STF) অফিসারের একটি দল। রুদ্ধশ্বাস 'চেজিং সিন', পরতে পরতে অ্যাকশন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।'


পরিচালক বলেন, 'আজ রজতাভ দত্তের সঙ্গে শ্যুটিং করছি আমরা। একজন পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চরচরিয়া, নারায়ণী, বাইপাসের বিভিন্ন অংশে চলছে শ্যুটিং। এই ছবি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আশা করি ছবি নিয়ে খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে আসতে পারব।'


অন্যদিকে নতুন ছবি 'তৃতীয়'য় পুলিশের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত (Joy Sengupta)-কে। পর্দায় তাঁর চরিত্রের নাম সন্দীপন। জয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-কে। ওসি বীরেশ্বরের ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ী, বোধিসত্ত্ব দত্ত ও অন্যান্যরা। নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন সম্পূর্ণা।