কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দল ছেড়েছেন অনিন্দ্যপুলক। দল ছেড়েছেন গেরুয়া শিবিরের তারকা কর্মী রূপাও। তাঁদের সম্প্রতি দেখা গেছিল বাম আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে। শ্রমজীবী ক্যান্টিনের অনুষ্ঠানের মঞ্চে বিজেপি-ত্যাগী তারকাদের উপস্থিতি নিয়ে জল ঘোলাও হয়েছে অনেক। সম্প্রতি, বেহালা পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর জন্মদিনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত হন। বিজেপির আরেক পরাজিত তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীও রাজনীতি থেকে আপাতত দূরে থাকার কথা জানিয়েছেন ঘনিষ্ঠমহলে। এবার বিজেপিতে ‘বিদ্রোহী’ আরও এক তারকা কর্মী।
অভিনেত্রী রিমঝিম মিত্রর গলায় অন্যরকম সুর। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানালেন, ‘যেখানে যোগ্য সম্মান, সেখানে রাজনীতি করতে চাই’। তাঁর অভিযোগ, দলের বিভিন্ন বিক্ষোভ, মিছিল কর্মসূচি সম্পর্কে কখনও-কখনও তথ্য পেলেও দলের গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে কোনও খবর তাঁকে দেওয়া হয়নি।
‘বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও ভাবতে হবে’ কিছুটা ক্ষোভের সুর তাঁর গলায়। যদিও তিনি এটাও বললেন, 'যখন কোনও দল করতে এসেছি, নিশ্চয়ই তার চিন্তাধারায় বিশ্বাস করি। ' কিন্তু বিজেপিতে যে তিনি বিশেষ গুরুত্ব পাচ্ছেন না, তা প্রকাশ পেল তাঁর কথায়। বললেন, ‘সম্মান না পাওয়ায় অনেকে বিজেপি ছেড়ে যাচ্ছেন, টেকেন ফর গ্র্যান্টেড করার ফল কী আমরা দেখেছি’। এই মন্তব্যে বাড়ল তাঁর তৃণমূলে যাওয়ার জল্পনা। রাখির দিন সেলিব্রিটিদের নিয়ে বৈঠক করে রাজ্য বিজেপি। কিন্তু, সেখানে অনুপস্থিত ছিলেন রিমঝিম মিত্র। অথচ, তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় রিমঝিমকে।
যদিও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন, কর্মীরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে তিনি যোগ করেন, 'তবে বিজেপিতে কেউ অপরিহার্য নয়, কেন চলে যাচ্ছেন এদের ভাবা উচিত, রাজনীতি তো মোহননবাগান- ইস্টবেঙ্গল খেলা নয়, শাসকের হাতছানি অনেকের কাছে গ্রহণীয় হলে, তাঁদের দলে ধরা রাখা যায় না'
এরই মধ্যে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়িয়ে, এবার বিদ্রোহী হলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। ২০১৯ সালের ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম।
Rimjhim Mitra : ‘বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও ভাবতে হবে’ এবার বিজেপিতে 'বিদ্রোহী' রিমঝিম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2021 05:07 PM (IST)
‘বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও ভাবতে হবে’ কিছুটা ক্ষোভের সুর তাঁর গলায়। যদিও তিনি এটাও বললেন, 'যখন কোনও দল করতে এসেছি, নিশ্চয়ই তার চিন্তাধারায় বিশ্বাস করি। '
Rimjhim Mitra
NEXT
PREV
কলকাতা (kolkata) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
24 Aug 2021 04:59 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -