ঝিলম করঞ্জাই, সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা :  যুদ্ধ লেগেছে ইউক্রেনে (Ukraine)। সেদেশে আটকে রয়েছেন বাংলার (West Bengal Residents) বহু ডাক্তারি পড়ুয়া। চরম অসহায় অবস্থায় রয়েছেন তাঁরা। কয়েক হাজার মাইল দূরে থাকা সন্তানদের নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরাও। ইউক্রেনের আকাশে এখন বারুদের গন্ধ। মুহূর্মুহূ বিস্ফোরণে কাঁপছে রাজধানী কিয়েভ-সহ বিভিন্ন এলাকা। মাথার ওপর চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। রাস্তায় সাঁজোয়া গাড়ি, রুশি ট্যাঙ্ক। আছড়ে পড়ছে একের পর এক মিসাইল, আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ইউক্রেনে অসহায় অবস্থায় আটকে পড়ে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয় (Indian)।


বিধ্বস্ত ইউক্রেনের অবস্থার আঁচ পড়েছে ৫ হাজার কিলোমিটার দূরের বাংলাতেও। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সগুনা গ্রামের বাসিন্দা রিপন সর্দার, বসিরহাট শহরের বাসিন্দা অর্পণ মণ্ডল থেকে রিষড়ার বাসিন্দা শ্রীতমা মৌলিক। আটকে অনেকেই।


মাত্র ৩ মাস আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ডাক্তারি পড়তে গিয়েছেন। কিন্তু আচমকাই ঘনিয়ে এসেছে ঘোর বিপদ। বিদেশ বিঁভুইয়ে পড়ে রয়েছে ছেলে। শুক্রবার দুপুরে ভিডিও কলে কোনওমতে সন্তানের সঙ্গে যোগাযোগ করতে পারলেন অভিভাবকরা। এদিকে, ইউক্রেনে তৃতীয় বর্ষের মেডিক্যাল স্টুডেন্ট অর্পণ মণ্ডল। ডিম্পো সিটিতে থাকেন তিনি। এখানেই রাশিয়ার হামলার পর একটি ভবনের অবস্থা তুলে ধরেছেন অর্পণ। তিনি জানিয়েছেন, 'আমরা ভারতে যেতে চাই, টিকিট বাতিল হয়েছে, বর্ডারে যাওয়ার সার্ভিস নেই, ভারতীয় দূতাবাসকে আবেদন করছি, একটি ক্যাফেটিরিয়ায় আছি, একটাই আকুতি।'


উৎকণ্ঠার ছবি হুগলিতেও। রিষড়ার বাসিন্দা শ্রীতমা মৌলিক ইউক্রেনের টার্নোপিল মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। কবে ঘরে ফিরবে ঘরের মেয়ে? উত্তর জানা নেই। এই অবস্থায় ভরসা ভিডিও কল। কীভাবে এই ওয়ার জোন থেকে মুক্তি মিলবে, বুঝে উঠতে পারছেন না ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়।


এদিকে, কিভে আটকে থাকাদের হদিশ দিতে রাজ্যের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ২২১৪৩৫২৬, ১০৭০। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন আইএএস আধিকারিক। আধিকারিককে সাহায্য করবেন ডব্লুবিসিএস অফিসাররা। 


আরও পড়ুন- ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, জানুন প্রতি মুহূর্তের আপডেট