Russia-Ukraine War LIVE: ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা

Russia-Ukraine War LIVE UPDATE: আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

abp ananda Last Updated: 04 Mar 2022 09:24 PM
Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার আক্রমণ বন্ধ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা

ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা। জানাল জি-৭-এর অন্তর্ভুক্ত দেশের বিদেশমন্ত্রীরা। 

Russia-Ukraine War Live: রুশ সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা। রুশ সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট?

কিভের আরও কাছে রাশিয়ার সেনা বাহিনী। অন্যদিকে, ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছেন জেলেনস্কি, এমনই দাবি রাশিয়ার। 

Russia-Ukraine War Live: ৮জন রুশ প্রভাবশালীর উপরে আর্থিক নিষেধাজ্ঞা

৮ জন রুশ প্রভাবশালীর উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

Russia-Ukraine Conflict Live Updates: কিভের আরও কাছে রাশিয়ার সেনা বাহিনী

কিভের আরও কাছে রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনের কিভের কাছে চেরনিহিবে রাশিয়ার হামলা, ৪৭জনের মৃত্যু। জেপরোজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। জেপরোজিয়ায় পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিল রাশিয়ার। 

Russia-Ukraine War Live: হাঙ্গেরিতে আটকে সিঙ্গুরের রাজলক্ষ্মী চক্রবর্তী

হাঙ্গেরিতে আটকে সিঙ্গুরের রাজলক্ষ্মী চক্রবর্তী। ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন সিঙ্গুরের নসিবপুরের বাসিন্দা রাজলক্ষ্মী চক্রবর্তী। এই যুদ্ধ পরিস্থিতিতে কোনওক্রমে ইউক্রেন থেকে বেরিয়েছেন তিনি। বর্তমানে ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছেন হাঙ্গেরিতে।

Russia-Ukraine War Live: শরণার্থী শিবিরে ছোট্ট অ্যারিনার জন্মদিন পালন

ইউক্রেনে রাশিয়ার হামলা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ছেন বহু বাসিন্দা। আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। তেমনই রোমানিয়া সীমান্তে সিরেটে এক শরণার্থী শিবিরে ছোট্ট অ্যারিনার জন্মদিন পালন করলেন জরুরি পরিষেবায় নিযুক্ত ভলান্টিয়ার্সরা। 

Russia-Ukraine War Live: হরজ্যোৎ-এর অভিযোগ

ইউক্রেন ছাড়ার আগে কিভে গুলিবিদ্ধ দিল্লির বাসিন্দা হরজ্যোৎ সিংহ। কিন্তু এই অবস্থাতেও তিনি ভারতীয় দূতাবাসের তরফে কোনও সাহায্য পাচ্ছেন না বলেই অভিযোগ করেছেন। 

Russia-Ukraine War Live: ইউক্রেন থেকে কোন কোন পথে বের করে নিয়ে আসা হচ্ছে ভারতীয়দের?

ইউক্রেন থেকে কোন কোন পথে বের করে নিয়ে আসা হচ্ছে ভারতীয়দের? তৎপর ভারত সরকার। মূলত, লিভ শহরে এসে জড়ো হচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। পড়ুয়াদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই বিভিন্ন সীমান্তে পাঠানো হচ্ছে ভারতীয় পড়ুয়াদের।

Russia-Ukraine War Live: আলোচনার মধ্যে দিয়ে এই যুদ্ধ বন্ধ হোক: রবীন দেব

মিছিলে সামনের সারিতে থাকা রবীন দেব বললেন, সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার পক্ষ থেকে এই মিছিল। ইউক্রেনে সংঘর্ষ চলছে, অনেক প্রাণনাশ হচ্ছে। সেই সংঘর্ষ অবিলম্বে বন্ধ করা হোক। আলোচনার মধ্যে দিয়ে এই যুদ্ধ বন্ধ হোক। আমেরিকা ন্যাটোর মাধ্যমে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলিতে সেনা মোতায়েন করছে। যুদ্ধের আরও পরিবেশ তৈরি করছে আমেরিকা ও ন্যাটো-ভুক্ত দেশগুলি। 

Russia-Ukraine War Live: যুদ্ধ নয়, শান্তি চাই-স্লোগান তুলে কলকাতায় মিছিল

কেটে গেছে আটদিন। ভয়াবহতা কমা তো দূর অস্ত ! দিন দিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে রাশিয়া। স্বাভাবিকভাবেই, ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ-পরিস্থিতি। এই অবস্থায় কলকাতায় শান্তির দাবিতে মিছিল। যুদ্ধ নয়, শান্তি চাই-স্লোগান তুলে কলকাতায় মিছিল এআইপিএসও-র। হো চিন মিন সরণি থেকে ধর্মতলা পর্যন্ত র‍্যালির আয়োজন।

Russia-Ukraine War Live: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বের করে আনতে সচেষ্ট রুশ সরকার!

রাশিয়ায় পুতিনের দলের এক আইনসভা সদস্য বলেছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বের করে আনতে রুশ সরকার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত ওই আইনসভা সদস্য নিজেই ইউক্রেন সীমান্তে পৌঁছে গিয়েছে। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের জাটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান

ইউক্রেনের জাটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান। মাটিতে পড়ার আগে ইজেক্ট করে বেরিয়ে গিয়েছেন পাইলট।যুদ্ধবিমানের পাইলটের খোঁজ চালাচ্ছে ইউক্রেনের সেনা। মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দিল ইউক্রেনের সেনা। ঝাইটোমির শহরে চারদিক থেকে আটকে রুশ সেনা, দাবি ইউক্রেনের।
মোট ৯ হাজারের বেশি রুশ সেনা পাল্টা আক্রমণে নিহত, দাবি ইউক্রেনের

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রগুলির সুরক্ষা সুনিশ্চিত করার আর্জি চিনের

চিনের বিদেশমন্ত্রক সংশ্লিষ্ট সকলপক্ষ থেকে ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রগুলির সুরক্ষা সুনিশ্চিত করতে আর্জি জানিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি ভবনে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে চিন এই আর্জি জানিয়েছে।

Russia-Ukraine Conflict Live Updates: গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারাই, জানালেন কিভে জখম ভারতীয় ছাত্র

যুদ্ধভূমি ইউক্রেন থেকে দেশে ফেরার পথে কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র হরজ্যোত সিং। চলন্ত গাড়ির উপর আচমকাই গুলি। লেগেছিল বুকে, হাতে, পায়ে। অজ্ঞান হয়ে যাই। কেউ জানত না। পরে যোগাযোগ করি দূতাবাসের সঙ্গে। এবিপি আনন্দকে জানালেন হরজ্যোত সিং।

Russia-Ukraine War Live Updates: জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া

জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে বলে গোটা ইউরোপে,জানান জেলেনস্কি। বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর। রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করে  ইউক্রেনের।


 

Russia-Ukraine Conflict Live Updates: কিভ-খারকিভের পর রুশ নিশানায় ইউক্রেনের একাধিক শহর

কিভ-খারকিভের পর রুশ নিশানায় ইউক্রেনের একাধিক শহর। ওডেসা, ভোলিন-সহ ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলার আশঙ্কা। জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী কোনও শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। সেভেরোডোনেত্স্ক শহরে টানা গোলাবর্ষণ। হামলায় ক্ষতিগ্রস্ত কিভের একাধিক সেনা অফিস। হামলার আশঙ্কায় ইউক্রেনের একাধিক শহর জনমানবহীন। প্রত্যাঘাতে মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দেয় ইউক্রেনীয় সেনা। রাশিয়াকে রুখতে প্রাক্তন মার্কিন কম্যান্ডোরা দিচ্ছেন তালিবান-প্রশিক্ষণ। পাশাপাশি, খেরসন শহর দখলের পর, এবার সেখানে টিভি টাওয়ারের দখল নিল রুশ সেনা। 

Russia-Ukraine War Live Updates:খারকিভ ও সুমি থেকে ভারতীয় সহ বিদেশীদের সরিয়ে আনতে তৈরি ১৩০ বাস, জানাল রাশিয়া

ইউক্রেনের খারকিভ ও সুমি থেকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ভারতীয় পড়ুয়া ও অন্যান্য বিদেশী পড়ুয়াদের সরিয়ে আনতে প্রস্তুত ১৩০ টি বাস। রাশিয়ার ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখায়েল মিজিন্টসেভ এ কথা ঘোষণা করেছেন। রুশ সংবাদসংস্থা তাস এ কথা জানিয়েছে। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন সংকট নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নবম দিনেও বোমাবর্ষণ অব্যাহত। এদিন ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। যদিও পরে তা তা নেভানো সম্ভব নয়। অন্যদিকে, ইউক্রেন সংকট নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদে এবার জার্মানিতে পথে নামল পড়ুয়ারা

রাশিয়ার ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদে এবার জার্মানিতে পথে নামল পড়ুয়ারা। বার্লিনে সংসদ ভবনের সামনে রুশ- বিরোধী পোস্টার এবং ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান প্রায় ৫ হাজার জার্মান ছাত্রছাত্রী। ইউক্রেনের যুদ্ধে নিহতদের স্মরণে প্রায় একই সময়ে গোটা ইউরোপ জুড়ে গির্জায় সাতবার ঘন্টা বাজানো হয়।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন নেভানো হয়েছে, জানাল এমার্জেন্সি সার্ভিস

উদ্বেগের মধ্যেই স্বস্তির খবর। ইউক্রেনের আপৎকালীন পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নেভানো গিয়েছে আগুন।

Russia-Ukraine War Live Updates: খেরসন শহর দখলের পর টিভি টাওয়ারেরও দখল নিল রুশ সেনা

ইউক্রেনের  খেরসন শহর দখলের পর, এবার সেখানে টিভি টাওয়ারের দখল নিল রুশ সেনা। 

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ করলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, বলল আমেরিকা

মার্কিন বিদেশমন্ত্রকের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ করলে মস্কোর বিরুদ্ধে পশ্চিমী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

Russia-Ukraine War Live Updates: ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাসের কাছে আগ্নেয়াস্ত্র-সহ ২ জন গ্রেফতার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই আমেরিকার ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাসের কাছে আগ্নেয়াস্ত্র-সহ ২ জনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। 

Russia-Ukraine Conflict Live Updates: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও ইউক্রেনের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে,অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্টের

এবার ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ সেনার হামলা। ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন। রুশ সেনা ইউক্রেনীয় দমকল বাহিনীকে আগুন নেভাতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে।

Russia-Ukraine Conflict Live Updates: কিভ দখলের পথে এগোচ্ছে রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ নবম দিন। ক্রমশ কিভ দখলের পথে এগোচ্ছে রাশিয়া। ওডেসা, ভোলিন-সহ ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলার আশঙ্কা। জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী কোনও শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র, ভর্তি হাসপাতালে

ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র। ভর্তি হাসপাতালে। সংবাদসংস্থার খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে ওই ছাত্র গুলি বিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে কর্ণাটকের হাভেরির বাসিন্দা এক মেডিক্যাল পড়ুয়া খারকিভের সরকারি ভবনে বোমা বর্ষণে নিহত হয়েছিলেন।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার দাবি, জাফোরজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে গুলি চালাতে শুরু করে রুশ সেনা। এরপরই আগুন ছড়িয়ে পড়ে। জাফোরজিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হলে তা চেরনোবিলের তুলনায় দশগুণ বেশি ভয়ানক হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধের আবহে লিভ স্টেশনে পিয়ানো বাজিয়ে শান্তির বার্তা ইউক্রেনের বাসিন্দার

ইউক্রেনে হামলা রাশিয়ার। ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবার দ্রুত ফিরবেন নিজের দেশে, স্বাভাবিক হবে জীবনযাপন। লিভ স্টেশনের বাইরে পিয়ানো বাজিয়ে সেই বার্তাই দিতে চাইলেন অ্যালেক্স।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক করিডোর গড়ে তুলতে সম্মত রাশিয়া ও ইউক্রেন

 


দ্বিতীয় দফার আলোচনাতেই রফাসূত্র মিলল না। তবে যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলা রাখছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনার পর রাশিয়া-ইউক্রেন, উভয়পক্ষই জানিয়েছে যে, খুব শীঘ্রই তৃতীয়বার আলোচনার টেবিলে বসা হবে। পোল্যান্ডের সীমান্তের কাছে বেলারুশে দুই দেশের আলোচনায় সাধারণ মানুষের উদ্ধারের জন্য মানবিক করিডোর গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছে উভয়পক্ষ। সাধারণ মানুষকে উদ্ধার এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে এই করিডোর গড়ে তোলার ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের উপর আক্রমণের তেজ বাড়াচ্ছে রাশিয়া

দিনে দিনে ইউক্রেনের উপর আক্রমণের তেজ আরও বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের একের পর এক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টা, লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে হাওড়ার দেবারতি দাস, ডায়মন্ড হারবারের পিয়াস ঘোষ

প্রাণ বাঁচাতে ইউক্রেন ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে হাওড়ার দেবারতি দাস, ডায়মন্ড হারবারের পিয়াস ঘোষ। প্রবল উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।

Russia-Ukraine War Live Updates: আশা-নিরাশার দোলাচলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের পরিবার

কেউ বাড়িতে ফোন করে জানিয়েছেন দুঃসহ অভিজ্ঞতার কথা। কেউ কীভাবে দেশে ফিরবেন তা নিয়ে অন্ধকারে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমানের তিনজন। উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।

Russia-Ukraine Conflict Live Updates: অষ্টম দিনে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ

অষ্টম দিনে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের চারটি শহর দখলের দাবি রাশিয়ার। খারকিভের একটি স্কুলে রুশ সেনার মিসাইল হামলা। খারকিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ। পরপর তেলের পাইপলাইনে বিস্ফোরণ।

Russia-Ukraine War Live: ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ফের হামলা

ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ফের হামলা। এই হামলায় ৯ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। যুদ্ধ চলাকালীনই ফের রাশিয়া-ইউক্রেন বৈঠক। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন আন্ডার অ্যাটাক

ইউক্রেন আন্ডার অ্যাটাক! কিভ, খারকিভ, মারিউপোল থেকে ভোলিন - ইউক্রেনের একের পর এক শহরকে টার্গেট করেছে রাশিয়ার সেনা বাহিনী। প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেন। বিভিন্ন শহরে ঢোকার মুখে একাধিক সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা কৌশল নিয়ে এগোচ্ছে রুশ সেনা।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের জন্য আরও খারাপ দিন আসতে চলেছে, হুঙ্কার পুতিনের

ইউক্রেনকে সম্পূর্ণ দখল ও নিয়ন্ত্রণে রাখাই তাঁর লক্ষ্য। ইউক্রেনের জন্য আরও খারাপ দিন আসতে চলেছে, হুঙ্কার ভ্লাদিমির পুতিনের।

Russia-Ukraine Conflict Live Updates: বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া। ফিফা অনলাইন ও ফিফা মোবাইল থেকেও থেকেও এবার নির্বাসিত করা হল রাশিয়াকে। নেটফ্লিক্সের তরফেও রাশিয়ায় সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়া ও বেলারুশে তাদের সমস্ত প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার রকেটে ঢেকে দেওয়া হল জাপান, আমেরিকা, ব্রিটেনের পতাকা

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দিমিত্রি রগোজিন ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মীরা রকেটে থাকা জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের জাতীয় পতাকা ঢেকে দিচ্ছেন। তবে ভারতের পতাকায় হাত দেওয়া হয়নি।

Russia-Ukraine Conflict Live Updates: নিজের দেশেই বিরোধিতার মুখে পুতিন

নিজের দেশেই বিরোধিতার মুখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেন আক্রমণের প্রতিবাদে সামিল রুশ নাগরিকরা। কয়েকজনকে আটক করেছে পুলিশ। কয়েকদিন আগে মস্কোয় একইরকমভাবে প্রতিবাদ বিক্ষোভ হয়। কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রাশিয়ায় এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। 

Russia-Ukraine War Live Updates: ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এবিপি আনন্দে জানালেন ভারতীয় পড়ুয়ারা

কেউ এখনও পথে, কেউ ফিরেছেন বাড়িতে। মেলেনি দূতাবাসের সাহায্য। প্রবল শীতে খাবার ছাড়াই হাঁটতে হয়েছে বহুদূর। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এবিপি আনন্দে জানালেন ভারতীয় পড়ুয়ারা।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিন। ইতিমধ্যেই বহু ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের। রাশিয়ার দাবি, যুদ্ধে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনার মৃত্যু। পাল্টা ইউক্রেনের দাবি যুদ্ধে রাশিয়ার ৯ হাজার সেনার মৃত্যু হয়েছে। রাশিয়া দাবি করেছে, ৬২টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। ইউক্রেনের দাবি, তারা ৩০টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পাল্টা দাবি, তারা রাশিয়ার ১ হাজার ১১৭টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি ধ্বংস করেছে। রাশিয়া ৩৯ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছে। অন্যদিকে, ১১টি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।

Russia-Ukraine War Live Updates: রুশ সেনার সেলফি ভিডিও ভাইরাল

যুদ্ধক্ষেত্রে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। আর সেখানেই একজন রুশ সেনার সেলফি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ইউক্রেনের দাবি, রাশিয়ার সেই সেনা জওয়ানকে বন্দি করেছে তারা। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে কন্ট্রোল রুম

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ইউক্রেন লাগোয়া একাধিক দেশে কন্ট্রোল রুম খুলেছে কেন্দ্রীয় সরকার। তেমনই একটি কন্ট্রোলরুম রয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে যুদ্ধ চলছে আর মোদি রাজনৈতিক সভা করছেন, আক্রমণ মমতার

‘ইউক্রেনে যুদ্ধ চলছে আর মোদি রাজনৈতিক সভা করছেন। আটকে পড়া পড়ুয়াদের না ফিরিয়ে রাজনৈতিক সভা করছেন মোদি। মোদির সঙ্গে পুতিনের যদি ভাল সম্পর্ক হয়, তাহলে ফেরাচ্ছেন না কেন?’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Russia-Ukraine Conflict Live Updates: হাঙ্গেরি সীমান্তে মালদার পড়ুয়া, উদ্বেগে পরিবার

মালদার ইংরেজবাজারের বাসিন্দা সোহান মহালদার। ৪ বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে যান। যুদ্ধ শুরুর পর পৌঁছন কিভে। সেখানে কয়েকদিন থাকার পর ট্রেনে চড়ে কোনওক্রমে হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন সোহান। গতকাল হোয়াটসঅ্যাপ মেসেজে শেষবার ছেলের সঙ্গে কথা হয় বাবার। এরপর থেকে যোগাযোগ হয়নি। ছেলে কীভাবে বাড়ি ফিরবে জানা নেই। চরম উৎকণ্ঠায় পরিবার। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন থেকে ফিরলেন বারাসাতের পড়ুয়া তিয়াষা বিশ্বাস

ইউক্রেনে আটকে পড়েছিলেন বারাসাতের পড়ুয়া তিয়াষা বিশ্বাস। তিনি নিরাপদে ফিরে আসতে পেরেছেন নিজের বাড়িতে।

Russia-Ukraine Conflict Live Updates: অষ্টম দিনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ

অষ্টম দিনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ক্রমশ ঘোরাল হয়ে উঠছে পরিস্থিতি। এরই মধ্যে কৃষ্ণসাগরে ইউক্রেন লাগোয়া এলাকায় টহল দিচ্ছে রুশ নৌবহর। 

Russia-Ukraine War Live Updates: খারকিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ

খারকিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ। খারকিভের একটি স্কুলে রুশ সেনার মিসাইল হামলা। বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছেন সশস্ত্র ইউক্রেনীয়রা। যুদ্ধে নিহত রাশিয়ার শীর্ষ সেনা অফিসার, দাবি ইউক্রেনের। ইউক্রেনকে আরও অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সরবরাহ, জানাল জার্মানি।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের চারটি শহর দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের চারটি শহর দখলের দাবি করল রাশিয়া। কিভে এয়ার রেড সাইরেন, আকাশপথে বড়সড় হামলার আশঙ্কা। রুশ হামলায় খেরসন হাতছাড়া, মানল ইউক্রেন। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১ হাজার ৬১২ অস্ত্র ঘাঁটি। ধ্বংস ৩৯টি অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন।

Russia-Ukraine War Live Updates: রুশ হামলায় বাংলাদেশি নাবিকের মৃত্যু

ইউক্রেনে অব্যাহত রুশ আগ্রাসন। ইউক্রেনের সংবাদ সংস্থার দাবি, ওলভিয়া বন্দরের কাছে নোঙর করা বাংলাদেশি জাহাজে রুশ সেনার মিসাইল হামলায় এক বাংলাদেশি নাবিকের মৃত্যু হয়েছে। 

Russia-Ukraine Conflict Live Updates: ভারতীয় বায়ুসেনা উদ্ধার করেছে ৭৯৮ জন ভারতীয়কে

ভারতীয় বায়ুসেনার চারটি সি-১৭ বিমান রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে ৭৯৮ জন ভারতীয়কে উদ্ধার করেছে। ৯.৭ টন ত্রাণসামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে, জানাল বায়ুসেনা।

Russia-Ukraine War Live Updates: এক সপ্তাহে ইউক্রেন থেকে পোল্যান্ডে ৬ লক্ষ শরণার্থী

ইউক্রেন থেকে প্রায় প্রায় ৬ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। একের পর এক শহর দখলে এগোচ্ছে রাশিয়া।

Russia-Ukraine Conflict Live Updates : ভার্চুয়াল দুনিয়াতেও হানা রাশিয়ার, ঠেকাতে ২ লক্ষ ৬০ হাজার 'সাইবার সেনা' ইউক্রেনের

রাশিয়ার সাইবার হানা এড়াতে ইউক্রেনে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এলেন পেশাদার হ্যাকাররা। কমপক্ষে ২ লক্ষ ৬০ হাজার হ্যাকার নিয়ে ইউক্রেন 'সাইবার সেনা' গড়ে তুলেছে বলে জানা গিয়েছে।


 

Russia-Ukraine War Live Updates: নতুন করে একাধিক রুশ সংস্থার উপর নিষেধাজ্ঞা ব্রিটেনের

নতুন করে একাধিক রুশ সংস্থার উপর নিষেধাজ্ঞা ব্রিটেনের। বঞ্চিত করা হল বিমার সুবিধা থেকে। ঘোষণা ব্রিটিশ ট্রেজারি বিভাগের।

Russia-Ukraine Conflict Live Updates : 'নৃশংসতম দিন', রক্তক্ষয়ী যুদ্ধ ইউক্রেনে

'নৃশংসতম দিন', রক্তক্ষয়ী যুদ্ধ ইউক্রেনে। মুহুর্মুহু বোমা, গোলা। মৃত্যুসংখ্যা বৃদ্ধির আশঙ্কা।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা, বন্ধ হল রাশিয়ার মুক্তচিন্তার রেডিও স্টেশন

মুক্তচিন্তার পথে বাধা! ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা বসায় বন্ধ হয়ে গেল রাশিয়ার মুক্ত চিন্তার প্রতীক রেডিও ইখো মস্কভি।


 

Russia-Ukraine Conflict Live Updates : রাশিয়াকে ২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র দেবে জার্মানি

যুদ্ধকালে ইউক্রেনের পাশে জার্মানি। ইউক্রেন সরকারকে ২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে তারা।


 

Russia-Ukraine War Live Updates: শীতকালীন প্যারালিম্পিক্সে নিষিদ্ধ রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা

শীতকালীন প্য়ারালিম্পিক্স থেকে ব্রাত্য রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা। সিদ্ধান্ত জানাল ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি।


 

Russia-Ukraine Conflict Live Updates : ইউক্রেনে আগ্রাসনের জের, পুতিনের মোমের মূর্তি সরল প্যারিস মিউজিয়াম থেকে

ইউক্রেনের আগ্রাসনের জের। প্যারিসের মিউজিয়াম থেকে সরানো হল ভ্লাদিমির পুতিনের মোমের মূর্তি। 'হিটলারের মতো স্বেচ্ছাচারীদের মূর্তি রাখি না আমি', বললেন ডিরেক্টর।


 

Russia-Ukraine War Live Updates: বোমাবর্ষণ অব্যাহত, ইউক্রেনে হতাহত বৃদ্ধির আশঙ্কা

একের পর এক বোমা। হতাহত বৃদ্ধির আশঙ্কা ইউক্রেনে। 


 

Russia-Ukraine Conflict Live Updates : জাহাজে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র, ইউক্রেনে মৃত্য়ু বাংলাদেশি নাবিকের

বাংলাদেশি জাহাজে আচড়ে পড়ল রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র। তাতে মৃত্যু বাংলাদেশি নাবিকের।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে কোনও ভারতীয় পড়ুয়ার পণবন্দি হওয়ার খবর নেই, জানাল ভারত সরকার

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি হওয়ার খবর নেই। ইউক্রেন সরকার, রাশিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে। বড় অংশের পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। জানাল ভারত সরকার।

Russia-Ukraine Conflict Live Updates : রাশিয়াকে দেখে তাইওয়ান আক্রমণ করতে পারে চিন, দাবি ট্রাম্পের

ইউক্রেনে যুদ্ধ চলছেই। তার মধ্যেই তাইওয়ান নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার দেখাদেখি রাশিয়াওএ বার তাইওয়ান দখলে এগোতে পারে বলে আশঙ্কা প্রকাশ তাঁর।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধবিরোধী প্রতিবাদে উত্তাল রাশিয়া, আটক প্রায় ৭ হাজার

যুদ্ধবিরোধী প্রতিবাদ। সেন্ট পিটারসবার্গে ব্যাপক ধরপাকড়। সব মিলিয়ে সাত হাজার বিক্ষোভকারী গ্রেফতার রাশিয়ায়।


Russia-Ukraine Conflict Live Updates : বায়ুসেনার বিমানে ইউক্রেন থেকে ফিরলেন একদল ভারতীয় পড়ুয়া


বায়ুসেনার বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরলেন ভারতীয় পড়ুয়ারা। তাঁদের সঙ্গে কথা প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভট্টের।












 




Russia-Ukraine War Live Updates: নিশানায় তাবড় রুশ ধনকুবের, তদন্ত শুরু করল আমেরিকা

দুর্নীতির অভিযোগ। নিশানায় রাশিয়ার তাবড় ধনকুবের। তদন্ত শুরু করল আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট।

Russia-Ukraine Conflict Live Updates : যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন ছেড়েছেন ১০ লক্ষ মানুষ, জানাল রাষ্ট্রপুঞ্জ

যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন ছেড়েছেন ১০ লক্ষ মানুষ। জানাল রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা। 



 

Russia-Ukraine War Live Updates: খিরসান রাশিয়ার দখলে, জানাল ইউক্রেন

খিরসান এখন রাশিয়ার দখলে। ২৪ ঘণ্টা পর নিশ্চিত করল ইউক্রেন সরকার।

Russia-Ukraine Conflict Live Updates : খুনের চেষ্টা জেলেনস্কিকে, দাবি ইউক্রেনের

ভলোদিমির জেলেনস্কিকে খুনের চেষ্টা । দাবি ইউক্রেন সরকারের। রাশিয়ার দিকে অভিযোগের তির।

Russia-Ukraine War Live Updates: রাশিয়া-বেলারুশে সব প্রকল্প স্থগিত রাখার ঘোষণা
রাশিয়ায় সব প্রকল্প আপাতত স্থগিত। তাদের সহযোগী দেশ বেলারুশেও আপাতত বন্ধ থাকছে যাবতীয় প্রকল্প। ঘোষণা বিশ্ব ব্যাঙ্কের।


 


Russia-Ukraine Conflict Live Updates : কিভের কাছে মেট্রো স্টেশনে পর পর তীব্র বিস্ফোরণ

কিভের কাছে মেট্রো স্টেশনে পর পর তীব্র বিস্ফোরণ। বোমা বর্ষণের সতর্কতা ইউক্রেনের রাজধানীতে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ নাগরিকদের।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে রাশিয়া, দাবি জেলেনস্কির

খিরসানের কৃষ্ণসাগর বন্দর এখন তাদের হাতে। জানাল রাশিয়া। ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে দিতে চাইছে রাশিয়া, পাল্টা জেলেনস্কি।

Russia-Ukraine Conflict Live Updates : রাশিয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়া গিয়েছে, নাগরিকদের নিয়ে গর্বিত, বললেন বললেন জেলেনস্কি

'রাশিয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়া গিয়েছে। বীরত্বের পরিচয় দিয়েছেন দেশবাসী। ইউক্রেনবাসীকে নিয়ে গর্বিত', বললেন ভলোদিমির জেলেনস্কি।


 

Russia-Ukraine War Live Updates: পুতিনের সঙ্গে কথা মোদির

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছেই। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন উভয়ে।

Russia-Ukraine Conflict Live Updates : রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ল ১৪১টি ভোট

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ল ১৪১টি ভোট। বিপক্ষে ভোট পড়েছে ৫টি। ভোটদান থেকে বিরত থাকে ভারত।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার লাগাতার হামলার মধ্যেই বরিস জনসনের সঙ্গে কথা ইউক্রেনের প্রেসিডেন্টের

ইউক্রেনের খেরসান শহর দখলের দাবি রুশ বাহিনীর। রাশিয়ার লাগাতার হামলার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা । বরিস জনসনের সঙ্গে কথা ইউক্রেনের প্রেসিডেন্টের। কিভের পর এবার ভারতীয়দের খারকিভ শহর ছাড়ার নির্দেশ।

Russia-Ukraine Conflict Live Updates : "খেরসন শহরের পতন হয়নি, আমাদের বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে", দাবি জেলেনস্কির উপদেষ্টার

বুধবার খেরসন শহর দখল করেছে বলে দাবি করে রাশিয়া। এই শহরে আড়াই লাখ মানুষের বসবাস। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি অ্যারেস্টোভিচ এই দাবি নস্যাৎ করেছেন। উপরন্তু তাঁর দাবি, খেরসন শহরের পতন হয়নি। আমাদের বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে। 

Russia-Ukraine War Live Updates: বুধবার খেরসন শহর দখল করেছে বলে দাবি করে রাশিয়া

বুধবার খেরসন শহর দখল করেছে বলে দাবি করে রাশিয়া। এই শহরে আড়াই লাখ মানুষের বসবাস।

Russia-Ukraine Conflict Live Updates : "অপারেশন গঙ্গা"-য় ইউক্রেন থেকে ১৫টি বিমানে ফিরছে প্রায় ১৭ হাজার ভারতীয়

পরবর্তী ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ১৫টি বিমানে ফিরছে প্রায় ১৭ হাজার ভারতীয়। অপারেশন গঙ্গায় তাঁদের ফেরানো হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দুর্গাপুরের বাড়ি ফিরলেন নেহা-জিনাত ও বিপাশা

ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল ঘরের মেয়ে। অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল ইউক্রেন। কিন্তু, ভবিষ্যৎ-নিশ্চিত করতে গিয়ে পড়তে হয় দুই দেশের যুদ্ধের মাঝে। নেমে আসে সঙ্কট। এদিকে দেশে উৎকণ্ঠার প্রহর কাটতে থাকে পরিবারের। এবার অবশ্য কেটে গেল সেই উদ্বেগ। কারণ, ঘরে ফিরলেন দুর্গাপুরের বেনাচিতি বাজারের জিনাত আলম, স্টিল টাউনশিপের নেহা খান ও মায়াবাজারের বিপাশা সাউ।

Russia-Ukraine Conflict Live Updates : ইউক্রেনের খেরসান শহর দখলের দাবি রুশ বাহিনীর

ইউক্রেনের খেরসান শহর দখলের দাবি রুশ বাহিনীর। রাশিয়ার লাগাতার হামলার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা । বরিস জনসনের সঙ্গে কথা ইউক্রেনের প্রেসিডেন্টের। কিভের পর এবার ভারতীয়দের খারকিভ শহর ছাড়ার নির্দেশ। যুদ্ধের আবহে প্রাণ হাতে করে অণ্ডালে ফিরলেন রাজ্যের তিন কন্যা। দুর্গাপুরে পৌঁছলেন জিনাত আলম, নেহা খান, বিপাশা সাউ

Russia-Ukraine War Live Updates: এবার অপারেশন গঙ্গায় সামিল ভারতীয় বায়ুসেনার বিমান

এবার অপারেশন গঙ্গায় সামিল ভারতীয় বায়ুসেনার বিমান। আজ মধ্যরাতে রোমানিয়ার বুখারেস্ট থেকে ভারতীয়দের নিয়ে ফিরবে C-17 বিমান।

Russia-Ukraine Conflict Live Updates : এখনই খারকিভ ছাড়ুন, নাগরিকদের উদ্দেশে নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

এখনই ছাড়তে হবে খারকিভ। ওই শহরে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। ইউক্রেনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ছটায় মধ্যে সব ভারতীয় নাগরিককে খারকিভ শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনওভাবেই ছাড়তে হবে ওই শহর। সুরক্ষা ও নিরাপত্তার কারণেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে দূতাবাসের তরফে করা টুইটে। ওই নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব পেসোচিন, বাবায়ে এবং বেজলুদোভকাতে পৌঁছতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। 

Russia-Ukraine War Live Updates: নবীনের মৃত্যুর তদন্ত করবে রাশিয়া

নবীন শেখারাপ্পা জ্ঞানগউধের মৃত্যুর তদন্ত করবে রাশিয়া। এমনই জানালেন রাশিয়ার দূত ডেনিস আলিপোভ। গতকাল ইউক্রেনে খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র কর্ণাটকের নবীনের মৃত্যু হয় বোমাবর্ষণে। খাবার আনতে বাইরে বেরিয়েছিলেন তিনি। তখনই হামলার শিকার হন।

Russia-Ukraine Conflict Live Updates : পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার বিদেশমন্ত্রীর

এবার পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। বললেন, "তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পরমাণু অস্ত্র দিয়ে। যার পরিণাম হবে ভয়ঙ্কর।" সংবাদ সংস্থা RIA সূত্রের খবর।

Russia-Ukraine War Live Updates: হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি বাইডেনের

প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও উত্তপ্ত ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের বিপদ। রাশিয়ার বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। একাধিক এলাকায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগও উঠেছে। এবার সেই সুরই শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও। হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।

Russia-Ukraine Conflict Live Updates: ভারতীয়দের ফিরিয়ে আনতে চেষ্টার কোনও খামতি রাখবে না সরকার : মোদি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে চেষ্টার কোনও খামতি রাখবে না সরকার। বিরোধীদের সমালোচনার মুখে উত্তরপ্রদেশের সোনভদ্রে নির্বাচনী প্রচারে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, জানাল রাশিয়া

যুদ্ধ পা রেখেছে সপ্তম দিনে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেকে রাজি, বলল রাশিয়া।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে যুদ্ধ, গ্যাস সঙ্কট ইউরোপ জুড়ে

যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। ইউরোপ জুড়ে প্রাকৃতিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী।


 

Russia-Ukraine War Live Updates: রাশিয়াকে রুখতে ইউক্রনকে সাহায্য, ঘোষণা স্পেনের

ইউক্রেনের সাহায্যে এ বার এগিয়ে এল স্পেনও। কিভে সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা। 


 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের খিরসান শহর দখল করল রুশ সেনা

এ বার দক্ষিণের খিরসান শহর দখল করল তাদের সেনা। সেখানে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রুশ সেনার ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি।

Russia-Ukraine War Live Updates: ইউরোপের বাজার থেকে সরছে রাশিয়ার জ়বারব্যাঙ্ক

ইউরোপের বাজার থেকে সরছে রাশিয়ার জ়বারব্যাঙ্ক। পশ্চিমি দেশের চাপেই সিদ্ধান্ত। বিনিয়োগ সরছে বলে দাবি।

Russia-Ukraine Conflict Live Updates: রুশ ক্ষেপণাস্ত্রে ধূলিসাৎ হলোকাস্ট সমাধিক্ষেত্র, ইহুদি সমর্থন চেয়ে আর্জি জেলেনস্কির

রুশ ক্ষেপণাস্ত্রে ধুলোয় মিশল হলোকাস্ট সমাধিস্থল। ইহুদিদের সমর্থন চাইলেন ভলোদিমির জেলেনস্কি। নীরবে ফের নাৎসি উত্থান ঘটছে বলে দাবি তাঁর।


 

Russia-Ukraine War Live Updates: যুদ্ধবিরোধী বিক্ষোভ রাশিয়ায়, পুলিশের সঙ্গে ঝামেলা, আটক বহু

যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, মিছিল রাশিয়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিরোধীদের। আটক বেশ কয়েক জন। 


Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন-ফেরতদের দেশে স্বাগত জানালেন স্মৃতি ইরানি

ইউক্রেন-ফেরত ভারতীয়দের দেশে স্বাগত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে ফেরা পড়ুয়াদের সঙ্গে স্থানীয় ভাষাতেই কথোপকথন।






 

Russia-Ukraine War Live Updates: খারকিভে নামল রুশ সেনা, রাতভর বোমাবাজি কিয়েভে

খারকিভে নামল রুশ বায়ুসেনা। রাতভর বোমাবাজি কিয়েভে। বাজছে বোমাবর্ষণের সাইরেন।


 

Russia-Ukraine Conflict Live Updates: পুতিন স্বেচ্ছাচারী, পড়শি দেশকে আক্রমণে করে গোটা বিশ্বে সঙ্কট ডেকে এনেছেন, দাবি বাইডেনের

ভ্লাদিমির পুতিন স্বেচ্ছাচারী শাসক, অন্য দেশকে আক্রমণ করে গোটা বিশ্বে সঙ্কট ডেকে এনেছেন, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের লড়াইয়ে গণতন্ত্রই জয়ী হওয়ার পথে, বললেন জো বাইডেন।


 

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার জন্য বন্ধ আকাশসীমা, ঘোষণা আমেরিকার

রাশিয়ার জন্য বন্ধ আমেরিকার আকাশসীমা। ঘোষণা প্রেসিডেন্ট জো বাইডেনের।

Russia-Ukraine Conflict Live Updates: রুশ বায়ুসেনাকে সাহায্য নয়, ঘোষণা বোয়িংয়ের

রুশ বায়ুসেনাকে কোনও সাহায্য নয়। সম্পর্কে আপাতত ছেদ। ঘোষণা বোয়িংয়ের।


 

Russia-Ukraine War Live Updates: আজ দ্বিতীয় দফার বৈঠক, ইউক্রেনে যুদ্ধবিরতি ঘটবে! তাকিয়ে গোটা বিশ্ব

যুদ্ধবিরতির লক্ষণ নেই এখনও পর্যন্ত। তারই মধ্যে বুধবার দ্বিতীয় দফার বৈঠক রাশিয়া এবং ইউক্রেন।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের অর্থ সাহায্য, ঘোষণা বিশ্বব্যাঙ্কের

যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলারের আর্থিক সাহায্য। ঘোষণা বিশ্বব্যাঙ্কের।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের রুশ আগ্রাসন, গ্যাস প্রকল্প থেকে সরল ইতালির সংস্থা

রাশিয়া-তুরস্কর প্রাকৃতিক গ্য়াস পাইপলাইন প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিল ইতালির তৈল সংস্থা এনি।



 







 













 





Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ায় সব ধরনের বিক্রি বন্ধ আপাতত, ঘোষণা অ্যাপলের

রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি আপাতত বন্ধ। ঘোষণা মার্কিন সংস্থা অ্যাপলের।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে ভারতীয় ছাত্র নবীনের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত, ট্যুইট মমতার

ইউক্রেনে রুশ গোলাবর্ষণে মৃত্যু হয়েছে কর্ণাটকের হাভেরির মেডিক্যাল পড়ুয়া নবীন এসজি-র। নিজের ট্যুইটার হ্যান্ডলে এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ইউক্রেনের খারকিভে গোলাবর্ষণে ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ধরনের ট্র্যাজেডি আমাদের হতবাক করে দেয়।

Russia-Ukraine Conflict Live Updates: রাজধানী কিভে টিভি’র টাওয়ার উড়িয়ে দিল রুশ সেনা !

ছ’দিনের সামরিক অভিযানে ইউক্রেনের একের পর এক শহর গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা। মঙ্গলবার ভারতীয় দূতাবাস থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হামলা চালিয়েছে রাশিয়া। সেনা ঘাঁটির পর এবার রাজধানী কিভে টিভি’র টাওয়ারও উড়িয়ে দিল রুশ সেনা! সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রালয় জানিয়েছে, এই হামলার জেরে যন্ত্রসামগ্রীর ক্ষতি হয়েছে। তাই আপাতত কাজ করবে না চ্যানেল। জনবহুল এলাকাতেও লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী। তার ফলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মৃত্যু হয়েছে ৮ জন সাধারণ নাগরিকের।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টর সঙ্গেও ফোনে কথা মোদির

দিনে দিনে খারাপ হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি। একের পর এক শহর কব্জা করছে রুশ সেনা। এই প্রেক্ষাপটেই ইউরোপীয় ইউনিয়নে সামিল হতে চলেছে ইউক্রেন। মঙ্গলবারও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রেসিডেন্টর সঙ্গেও ফোনে কথা বলেন তিনি।

Russia-Ukraine Conflict Live Updates: কিভ টিভি টাওয়ারে রুশ হামলা, মৃত ৫

কিভ টিভি টাওয়ারে রুশ হামলা। ৫ জনের মৃত্যু। সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পানাগড়ের বাড়িতে ফিরলেন জ্যোতি সিংহ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পানাগড়ের বাড়িতে ফিরলেন জ্যোতি সিংহ। ভারতীয়দের কোনও রকম সহযোগিতা করছে না ইউক্রেন সরকার। উল্টে ভারতীয়দের মারধর করছে ইউক্রেনের পুলিশ। প্রবল ঠাণ্ডায় খাবার ও পানীয় জল ছাড়াই বাঙ্কার বা বেসমেন্টে থাকতে হচ্ছে অনেক পড়ুয়াকে। ইউক্রেন থেকে ফিরে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথাই জানালেন পানাগড়ের জ্যোতি।

Russia-Ukraine Conflict Live Updates: নবীনের পরিবারের সঙ্গে কথা মোদির

নবীনের পরিবারের সঙ্গে কথা নরেন্দ্র মোদির। ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যুর পর জরুরি বৈঠকে নরেন্দ্র মোদি।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী রূপম মণ্ডল

ফুরিয়ে আসছে খাবার, পানীয় জল। বাঙ্কারের বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে রুশ সেনা। ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী রূপম মণ্ডল। ঝাড়গ্রামের বাড়িতে উদ্বেগে পরিবার।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের

রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। ইউরোপিয় ইউনিয়নের পার্লামেন্টে যুদ্ধ নয়, শান্তির পক্ষে সওয়াল জেলেনস্কির। করতালিতে ফেটে পড়ল ইইউ পার্লামেন্ট। 

Russia-Ukraine War Live Updates: ভারতীয় ছাত্রের মৃত্যু, প্রধানমন্ত্রীকে নিশানা অধীরের

ভারতীয় ছাত্রের মৃত্যু, প্রধানমন্ত্রীকে নিশানা অধীর চৌধুরীর। "ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে আমি বাকরুদ্ধ এবং মর্মাহত। মোদিজি ভোটের বদলে এখন পড়ুয়াদের উদ্ধারে নজর দেওয়া উচিত। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। পুরো দেশ অসহায় পড়ুয়াদের পাশে আছে।" ট্যুইট কংগ্রেসের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর।

Russia-Ukraine Conflict Live Updates: ইউরোপীয়ান সংসদে জেলেনস্কির সম্মানে উঠে দাঁড়িয়ে হাততালি সদস্যদের 

প্রবল সঙ্কটের মুখেও তিনি আত্মসমর্পণ করার কথা মুখে আনেননি। উপরন্তু, রাশিয়ার সঙ্গে অসম যুদ্ধে কার্যত সামনে দাঁড়িয়ে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর এই লড়াকু মানসিকতার জন্যই এবার আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউরোপীয় সংসদে বক্তব্য রাখার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানালেন সেখানকার সদস্যরা। 

Russia-Ukraine War Live Updates: সোনারপুরে চূড়ান্ত উদ্বেগে পুষ্পক স্বর্ণকারের পরিবার

পুষ্পক স্বর্ণকার, আটকে ইউক্রেন-রোমানিয়া সীমান্তে। সোনারপুরে চূড়ান্ত উদ্বেগে পরিবার।

Russia-Ukraine Conflict Live Updates: "ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কৌশলগত পরিকল্পনা দরকার", ট্যুইট রাহুলের

"প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটা কৌশলগত পরিকল্পনা করা দরকার সরকারের।" ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়ার পর ট্যুইটারে শোকপ্রকাশ করে এমনই লিখলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি লেখেন, "ইউক্রেনে ভারতীয় ছাত্র নবীনের মৃত্যুর মর্মান্তিক খবর পেলাম। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই।"

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন-সঙ্কটে ব্রেন্ট অয়েলের দাম বাড়ল ৫ শতাংশের বেশি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের, ব্রেন্ট অয়েলের দাম বাড়ল ৫ শতাংশের বেশি। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে মোদিকে আক্রমণ কংগ্রেসের

ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে মোদিকে আক্রমণ কংগ্রেসের। ‘এই মৃত্যুর দায় কার ? পুতিন, যে যুদ্ধ শুরু করেছেন ? নাকি মোদি, যে সময় মতো ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেননি ?’ ট্যুইট যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-র।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে হামলার জের, পুতিনের থেকে কেড়ে নেওয়া হবে তাইকোন্ডো ব্ল্যাকবেল্ট

একতরফাভাবে ইউক্রেনে হামলা। এবার ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে দেওয়া সম্মানীয় তাইকোন্ডো ব্ল্যাকবেল্ট প্রত্যাহার করা নেওয়া হবে। এমনই ঘোষণা করল ওয়ার্ল্ড তাইকোন্ডো।

Russia-Ukraine Conflict Live Updates: এখনও আটকে বহু ভারতীয় ছাত্রছাত্রী, রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ ভারতের

রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ ভারতের। এখনও ইউক্রেনে আটক হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী। রোমানিয়া, পোল্যান্ড সীমান্তে আটকে অসংখ্য ভারতীয় ছাত্রছাত্রী।

Russia-Ukraine War Live Updates: আগামীকালই ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে ফিরছে সাতটি বিমান

 শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে রাশিয়া। খারকিভে বোমাবর্ষষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুও হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। এই পরিস্থিতিতে দ্রুত সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকালই দিল্লি এসে পৌঁছচ্ছে আরও সাতটি বিমান। "অপারেশন গঙ্গা"-র আওতায় তাঁদের আনা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-কে এমনই জানাচ্ছে সরকারি সূত্রে।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু

ইউক্রেনে ভারতীয়র মৃত্যু। খারকিভে বোমাবর্ষণে কর্ণাটকের পড়ুয়ার মৃত্যু হয়েছে। এমনই জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Russia-Ukraine War Live Updates: আজ ইউরোপীয় পার্লামেন্ট ভাষণ দেবেন ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেবেন বলে ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে। কোন পথে হাঁটবে ইউক্রেন, সেদিকেই তাকিয়ে বিশ্ব

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ান মিডিয়ার ইউটিউব চ্যানেল ব্লক গুগলের

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল গুগল। RT এবং Sputnik-এর সঙ্গে যুক্ত YouTube চ্যানেলগুলিকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান হয়েছে।  

Russia-Ukraine War Live Updates: খারকিভে মিসাইল হানায় আহত ৬

খারকিভ আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবনে মিসাইল হানায় একজন শিশুসহ ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Russia-Ukraine Conflict Live Updates: খারকিভে মিসাইল হানা, ধূলিস্মাৎ প্রশাসনিক বিল্ডিং

মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আঞ্চলিক প্রশাসন ভবনে মিসাইল হানা রাশিয়ার। বিস্ফোরণের পরই আগুন লাগে গোটা বিল্ডিংয়ে। 

Russia-Ukraine War Live Updates: 'দ্রুত কিভ ছাড়ুন', নির্দেশ ভারতীয় দূতাবাসের

ইউক্রেনের ভারতীয় দূতাবাস ছাত্র সহ ভারতীয় নাগরিকদের আজ জরুরিভাবে কিভ ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

Russia-Ukraine Conflict Live Updates: এবার অপারেশন গঙ্গায় ভারতীয় বায়ু সেনা

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে এবার অপারেশন গঙ্গায় ভারতীয় বায়ু সেনাকে উদ্যোগী হতে নির্দেশ প্রধানমন্ত্রীর।  ভারতীয় বায়ুসেনার তরফে উদ্ধারকাজে বেশ কয়েকটি সি-১৭ এয়ারক্রাফট পাঠানোর সম্ভাবনা। খবর সূত্রের। এদিকে ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতে ফিরেছে সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

Russia-Ukraine War Live Updates:ইউক্রেনকে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত ভারতের

যুদ্ধসঙ্কটে ইউক্রেন। এই পরিস্থিতিতে জেলেনস্কির দেশে  ওষুধসহ জরুরি ত্রাণ সরবরাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

Russia-Ukraine Conflict Live Updates: 'বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি হোক', রাষ্ট্রসংঘে জানাল ভারত

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ বন্ধ করে আলোচনার পথে ফেরার বার্তা দিল ভারত। ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ভারতের ধারাবাহিক অবস্থান, বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি। আমরা বিশ্বাস করি, কূটনৈতিক পথে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই।

Russia-Ukraine War Live Updates: দেশ ছাড়ছেন ইউক্রেনিয়ানরা

যুদ্ধাবহ বজায় দেশে। প্রাণে বাঁচতে এবার দেশ ছাড়ছে কয়েক হাজার ইউক্রেনবাসী। রাষ্ট্রসংঘের তরফে জানান হয়েছে প্রায় ৫০ হাজার ইউক্রেনিয় দেশ ছেড়ে পড়শি দেশে আশ্রয় নিয়েছে। 

Russia-Ukraine Conflict Live Updates: ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা

বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রাশিয়ার। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। 

Russia-Ukraine War Live Updates: ফের গোলাবর্ষণ শুরু ইউক্রেনে

ইউক্রেনের বেসামরিক এলাকায় বোমাবর্ষণ রাশিয়ার। কিভকে ঘিরল রুশ কনভয়। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার

ইউক্রেনকে ৫ কোটি ডলার প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ভলোদিমির পাশে স্কট মরিসনের দেশ। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন থেকে ভারতে ফিরল সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট

ইউক্রেন থেকে ভারতে ফিরল সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনকে অস্ত্র-সাহায্য কানাডার

রাশিয়া ইউক্রেনের যুদ্ধে জেলেনস্কির দেশের পাশেই কানাডা। এবার অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র সাহায্য করল জাস্টিন ট্রুডোর দেশ। পাশাপাশি বন্ধ করা হল তেল আমদানিও। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়াকে ব্যান করার আর্জি

বিশ্বের কোনও দেশের আকাশপথ যাতে রাশিয়া ব্যবহার করতে না পারে এবার বিশ্বের কাছে সেই আর্জি জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

Russia-Ukraine Conflict Live Updates: বিদেশে টাকা পাঠানো বন্ধ

ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠক চলাকালীনই রাশিয়া নাগরিকদের বিদেশে টাকা পাঠাতে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনটাই খবর সংবাদসংস্থা সূত্রে। 

Russia-Ukraine War Live Updates: বেলারুশে বৈঠকের পরেই ইউক্রেনে ফের রুশ হানা

বেলারুশে বৈঠকের পরেই ইউক্রেনে ফের রুশ হানা। ৩ ঘণ্টার বৈঠকেও মিলল না যুদ্ধ-বিরতি নিয়ে রফাসূত্র। বৈঠকের পরেই কিভে পরপর রুশ বায়ুসেনার হামলা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ইউক্রেন।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনকে ওষুধ সহ মানবিক সহায়তা দেবে ভারত

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে তৈরি হওয়া সঙ্কটজনক পরিস্থিতিতে ইউক্রেনকে ওষুধ দিয়ে সাহায্য করবে ভারত। পাশাপাশি মানবিক সহায়তাও দেওয়া হবে। সোমবার এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানাল বিদেশ মন্ত্রক।

Russia-Ukraine War Live Updates: ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা সায়ন পান

ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা সায়ন পান। পরিবার সূত্রে খবর, হাঁড় কাঁপানো ঠান্ডায় রোমানিয়া সীমান্তে খোলা আকাশের নীচে দিন কাটছে তাঁর। ঘরের ছেলে কীভাবে ঘরে ফিরবে, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।

Russia-Ukraine Conflict Live Updates: ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার জন্য আবেদনে সই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার জন্য একটি আবেদনে সই করেছেন। জানাল ইউক্রেন সংসদ।

Russia-Ukraine War Live Updates: এখনই বিশ্বকাপে রাশিয়াকে বহিষ্কার নয়

এখনই বিশ্বকাপে রাশিয়াকে বহিষ্কার নয়। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ, রুশ পতাকা, জাতীয় সঙ্গীতে ফিফার আপত্তি। রুশ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল জার্মান ক্লাব।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন সঙ্কট নিয়ে মোদির নেতৃত্বে উচ্চ-পর্যায়ের বৈঠক

বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের বৈঠক শেষ। ৩ ঘণ্টারও বেশি দু’দেশের প্রতিনিধি দলের বৈঠক হয়। এদিকে ইউক্রেন সঙ্কট নিয়ে উচ্চস্তরের বৈঠক ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠক।

Russia-Ukraine War Live Updates: বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের বৈঠক শেষ

বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের বৈঠক শেষ। ৩ ঘণ্টারও বেশি দু’দেশের প্রতিনিধি দলের বৈঠক । ডনবাস, ক্রিমিয়া থেকে রুশ সেনাকে সরানোর দাবি ইউক্রেনের

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনকে সাহায্যের দাবি, ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসের সামনে জমায়েত ইউক্রেনিয়ানদের

ইউক্রেনকে সাহায্যের দাবি, ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসের সামনে জমায়েত ইউক্রেনিয়ানদের। তাঁরা প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে স্লোগান তোলেন।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধের ৫ দিনের মাথায় ইউক্রেনকে সাহায্য ন্যাটোর

যুদ্ধের ৫ দিনের মাথায় ইউক্রেনকে সাহায্য ন্যাটোর। রাশিয়া-ইউক্রেন বৈঠকের মাঝেই ট্যুইট ন্যাটো প্রধানের। "রুশ বাহিনীর মোকাবিলায় পাঠানো হচ্ছে এয়ার ডিফেন্স মিসাইল। ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রও দিচ্ছে ন্যাটো। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে", ট্যুইটারে জানালেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আরও ২৪০ জনকে নিয়ে দেশে ফিরছে বিমান

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আরও ২৪০ জনকে নিয়ে দেশে ফিরছে বিমান। 'অপারেশন গঙ্গা'-র আওতায় ষষ্ঠ ওই বিমান হাঙ্গেরির বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Russia-Ukraine War Live Updates: অবশেষে আলোচনার টেবিলে রাশিয়া-ইউক্রেন

অবশেষে আলোচনার টেবিলে রাশিয়া-ইউক্রেন। বেলারুশ সীমান্তে আলোচনা রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। হামলার ৫ দিনের মাথায় ইউক্রেনের সঙ্গে বৈঠকে রাশিয়া। রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৫০-র বেশি মানুষ নিহত।

Russia-Ukraine Conflict Live Updates: আলোচনার আগে যুদ্ধবিরতির ঘোষণা করুক রাশিয়া, দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এরইমধ্যে বেলারুশ সীমান্তে দুই দেশে আলোচনার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনার আগে যুদ্ধবিরতির ঘোষণা করুক রাশিয়া।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনকে বিশেষ পদ্ধতির মাধ্যমে "এখনই" সদস্যপদ দেওয়ার আবেদন ইউরোপীয় ইউনিয়নের কাছে

ইউরোপীয় ইউনিয়নের কাছে ইউক্রেনকে বিশেষ পদ্ধতির মাধ্যমে "এখনই" সদস্যপদ দেওয়ার আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি ।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে পঞ্চম বিমান ফিরল দেশে

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে পঞ্চম বিমান ফিরল দেশে। দিল্লি বিমানবন্দরে নামে বিমানটি।  এই দফায় আড়াইশো জন ভারতীয়কে আনা হয়েছে। ইউক্রেনের আকাশসীমা বন্ধ বলে প্রতিবেশি দেশ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। শেষপর্যন্ত আলোচনার টেবিলে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। বেলারুশের সীমান্তে হবে ওই বৈঠক। 

Russia-Ukraine War Live Updates: 'অস্ত্র ফেলে দিন', রুশ সেনাকে আর্জি ভোলোদোমির জেলেনস্কির

'অস্ত্র ফেলে দিন', আলোচনার আগে রুশ সেনাকে আর্জি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির।

Russia-Ukraine Conflict Live Updates: পরমাণু শক্তি প্রয়োগে যাবেন না পুতিন, মত ব্রিটিশ প্রতিরক্ষা সচিবের

ইউক্রেনে পরমাণু শক্তি ব্যবহারে যাবেন বলে মনে হয় না ভ্লাদিমির পুতিন, বললেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব।

Russia-Ukraine War Live Updates: বেলারুশ সীমান্তে পৌঁছল ইউক্রেনীয় প্রতিনিধি দল, রাশিয়ার সঙ্গে বৈঠকের অপেক্ষা

রাশিয়ার সঙ্গে আলোচনায় বেলারুশ সীমান্তে পৌঁছল ইউক্রেনীয় প্রতিনিধি দল। বিবৃতি দিয়ে জানানো হল কিয়েভের তরফে। কিছু ক্ষণের মধ্যেই বৈঠক রুশ প্রতিনিধিদের সঙ্গে।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের সঙ্গে সমঝোতায় রাজি, ইঙ্গিত রাশিয়ার

ইউক্রেনের সঙ্গে সমঝোতায় আগ্রহী। বেলারুশে বৈঠকের আগে বার্তা রাশিয়ার তরফে এক মধ্যস্থতাকারী। জানাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Russia-Ukraine War Live Updates: মধ্যস্থতায় রাজি, রাশিয়া-ইউক্রেনকে বার্তা ভ্যাটিকানের

যুদ্ধ নয়, শান্তি চাই। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় রাজি ভ্যাটিকান।

Russia-Ukraine Conflict Live Updates: আক্রমণের গতি শ্লথ রাশিয়ার, দাবি ইউক্রেন সেনার

আক্রমণের গতি শ্লথ করল রুশ সেনা! আলোচনার প্রস্তুতির মধ্যেই দাবি ইউক্রেনের।


 

Russia-Ukraine War Live Updates: কানাডায় রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ হল

অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান একাধিক দেশের। কানাডায় রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হল।

Russia-Ukraine Conflict Live Updates: কার্ফু উঠল কিভে, পড়ুয়াদের উদ্ধারে তৎপরতা

সপ্তাহান্তের কার্ফু উঠল কিভে। পড়ুয়াদের রেল স্টেশনের উদ্দেশে রওনা দেওয়ার বার্তা ভারতীয় দূতাবাসের। উদ্ধারকাজে বিশেষ ট্রেনের ব্যবস্থা ইউক্রেনের।


 

Russia-Ukraine War Live Updates: আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ বিমান, দাবি কানাডার

আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ সংস্থার বিমান। অভিযোগ কানাডার।


 

Russia-Ukraine Conflict Live Updates: হ্যাক করা হয়েছে ইউক্রেনীয় রাজনীতিক এবং সেনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দাবি মেটার

ইউক্রেনীয় সেনা, রাজনীতিকদের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্ট হ্যাক করা হয়েছে। দাবি মার্ক জাকারবার্গের সংস্থা মেটার।


 

Russia-Ukraine War Live Updates: যুদ্ধজাহাজ থেকে লাগাতার ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া, অভিযোগ ঘিরে বাড়ছে অস্বস্তি

যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। নিশানা করা হচ্ছে ইউক্রেনের একাধিক শহরকে। দাবি ঘিরে চাঞ্চল্য।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার বিরুদ্ধে জরুরি শুনানির প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে, ভোটদান থেকে ফের বিরত ভারত

রাশিয়ার বিরুদ্ধে জরুরি শুনানির প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে। ফের ভোটদান থেকে নিজেকে সরাল ভারত। মস্কো এবং কিভের মধ্যে আলোচনার পক্ষে সওয়াল।

Russia-Ukraine War Live Updates: কিভে সেনাসংখ্যা বাড়াল রাশিয়া, ধরা পড়ল ছবিতে

কিভ-এ আরও সেনা পাঠাল মস্কো। ধরা পড়ল কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে।  

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন জুড়ে চরম সতর্কতা, নাগরিকদের সরানো হচ্ছে বেসমেন্টে

সম্মুখ সমরে রাশিয়া-ইউক্রেন। ইউক্রেন জুড়ে চরম সতর্কতা। নিরাপত্তার স্বার্থে হোটেল কর্মী থেকে অতিথি সবাইকে সরানো হচ্ছে বেসমেন্টে। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়া-ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন ডাকা হল

রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতি নিয়ে জরুরি পরিস্থিতিতে সাধারণ সভার অধিবেশ ডাকল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।

Russia-Ukraine Conflict Live Updates: রুশ মুদ্রা রুবলের দাম পড়ল

নিষেধাজ্ঞার ধাক্কায় দমবন্ধ রাশিয়ার। দেশের মুদ্রা রুবলের দর পড়ল ৩০ শতাংশ।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে বাসভবনের উপর আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র

ইউক্রেনে বাসভবনের উপর আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। দাউ দাউ করে জ্বলছে ওই ভবনের দু'টি তল।

Russia-Ukraine Conflict Live Updates: ইউরোপের সঙ্গে বিমান সংযোগ ছিন্ন করল রাশিয়ার এরোফ্লট সংস্থা

আকাশসীমা বন্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তার পাল্টা ইউরোপের দেশগুলিতে বিমান পরিষেবা বাতিল করল রাশিয়ার এরোফ্লট সংস্থা।

Russia-Ukraine War Live Updates: বিনিয়োগ তুলে নিচ্ছেন হাজার হাজার মানুষ, দেউলিয়া হওয়ার পথে রুশ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক

ইউরোপের ভর্তুকিপ্রাপ্ত রাশিয়ার রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার পথে। ভূরাজনৈতিক টানাপোড়েনে দলে দলে মানুষ বিনিয়োগ তুলে নিচ্ছেন।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে বন্ধ হল গুগল ম্যাপ লাইভ ডেটা

যুদ্ধে সহযোগিতা মিলতে শুরু করেছে বহির্বিশ্ব থেকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে  ইউক্রেনে আপাতত বন্ধ হল গুগল ম্যাপ লাইভ ডেটা। 


 

Russia-Ukraine War Live Updates: রাস্তায় প্রতিরোধ মানুষের, পিছু হটল রুশ ট্যাঙ্ক

রুশ ট্যাঙ্ক আটকাতে রাস্তায় নামলেন ইউক্রেনবাসী। স্থানীয়দের কাছে রাস্তা জানতে চায় রুশ সেনা। তাদের ঘিরে ধরেন সকলে। তার পর রাস্তা আটকে পিছু হটতে বাধ্য করেন।

 






 




Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধ পরিস্থিতিতে ফের শরণার্থী সঙ্কট, ইউক্রেন ছেড়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ

কাতারে কাতারে মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে যাচ্ছেন। হাঙ্গেরি সীমান্তেও ভিড় ইউক্রেনীয় শরণার্থীদের। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রায় ৪০ লক্ষ শরণার্থী মাথা গোঁজার আশ্রয় খুঁজছেন বলে দাবি রাষ্ট্রপুঞ্জের।


 

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করল ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করল ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের জন্য অস্ত্রশস্ত্র কেনার প্রস্তুতি।

Russia-Ukraine Conflict Live Updates: বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ 'ম্রিয়া' গুঁড়িয়ে দিল রুশ সেনা

বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ 'ম্রিয়া' গুঁড়িয়ে দিল রুশ সেনা। ইউক্রেনে তৈরি দেশীয় বিমান সেটি। কিভে ঢুকে বিমানটি ধ্বংস করে দেয় রাশিয়া।


 

Russia-Ukraine War Live Updates: আলোচনায় বসলেও রাশিয়ার সামনে মাথা নোয়ানোর প্রশ্ন নেই, জানাল ইউক্রেন

অসম যুদ্ধে রাশিয়াকে ঠেকিয়ে রাখতে সক্ষম ইউক্রেন। তার মধ্যেই আলোচনায় বসছে দুই দেশ। তবে রাশিয়ার চোখরাঙানির সামনে মাথা নোয়াতে নারাজ ইউক্রেন।

Russia-Ukraine Conflict Live Updates:কিভে আকাশপথে হামলার সাইরেন ছড়াল আতঙ্ক

ইউক্রেনের রাজধানী কিভে শোনা গেল আকাশপথে হামলার সাইরেন। ফলে নতুন করে ছড়াল আতঙ্ক।

Russia-Ukraine War Live Updates: নিষেধাজ্ঞার কবলে বেলারুশ

রাশিয়ার পাশে থাকায় এবং ক্রেমলিনকে সাহায্য করায় এবার বেলারুশের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার বিরুদ্ধে জাপানও

মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশের সঙ্গে হাত মিলিয়ে সুইফট ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার কয়েকটি ব্যাঙ্ককে বাদ দেবে জাপান, জানালেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিনো কিশিদা।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার বিমানের জন্য বন্ধ ইউরোপের আকাশসীমা

রাশিয়ার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত ইউরোপিয়ান ইউনিয়নের। এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ায় নথিভুক্ত থাকা বা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা সব বিমানের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। দ্বিতীয়ত, আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ক্রেমলিনের সংবাদমাধ্যমকেও নিষিদ্ধ করে দেব।’

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেন নিয়ে এখনও ভারসাম্য বজায় রেখে চলেছে মোদি সরকার। তবে আগামীদিনে দুই দেশকে নিয়ে কূটনৈতিক রূপরেখা কী হবে, তার জন্য রবিবার রাতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলা।

Russia-Ukraine War Live Updates: পুতিনের সমালোচনায় হোয়াইট হাউস

দেশের সমস্ত পারমাণবিক অস্ত্র প্রতিরোধ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করল হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, পরমাণু হামলার হুমকি দিচ্ছেন পুতিন।

Russia-Ukraine Conflict Live Updates: ভারতীয়দের উদ্ধারের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল সেন্টার

পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি ও স্লোভাক প্রজাতন্ত্র দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য ট্যুইটার হ্যান্ডল

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে নিরাপদে দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি ট্যুইটার হ্যান্ডল তৈরি করা হয়েছে, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে শান্তির আবেদন পোপের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ দিন শান্তির আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। তাঁর বার্তা, ‘অস্ত্র নীরব হয়ে যাক। যাঁরা শান্তি কামনা করেন, ঈশ্বর তাঁদের সঙ্গেই থাকেন। যাঁরা হিংসার পথ বেছে নেন, ঈশ্বর তাঁদের সঙ্গে থাকেন না।’

Russia-Ukraine War Live Updates: বুধবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রপুঞ্জের পরমাণু অস্ত্র বিষয়ক পর্যবেক্ষক বিভাগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রপুঞ্জের পরমাণু অস্ত্র বিষয়ক পর্যবেক্ষক বিভাগ। বোর্ড অফ গভর্নর্সের সদস্য ৩৫টি দেশ। এই দেশগুলির সদস্যরা বৈঠকে বসতে চলেছেন।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে পরমাণু হামলা চালাবে রাশিয়া?

যুদ্ধের চতুর্থ দিনে এসে দেশের পরমাণু অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কি এবার ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে রাশিয়া?

Russia-Ukraine War Live Updates: বেলারুশ সীমান্তে বৈঠকে রাজি ইউক্রেন

চেরনোবিলের কাছে বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধিরা

রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরে যাচ্ছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

Russia-Ukraine War Live Updates: রুশ আগ্রাসনের মুখে চার দিন ধরে দাঁতে দাঁত চেপে লড়াই ইউক্রেনের

রুশ আগ্রাসনের মুখে চার দিন ধরে দাঁতে দাঁত চেপে লড়াই ইউক্রেনের। প্রত্যাঘাতের দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। প্রাণ হাতে পারে মুম্বই ফিরলেন ২৫০ জন ভারতীয়।

Russia-Ukraine Conflict Live Updates: খারকিভ দখলে এসেছে, দাবি ইউক্রেনের

খারকিভ শহর থেকে রাশিয়ার সেনাবাহিনীকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। এই শহর এখন নিজেদের দখলে, দাবি ইউক্রেনের সেনাবাহিনীর।

Russia-Ukraine Conflict Live Updates: খারকিভ দখলে এসেছে, দাবি ইউক্রেনে

খারকিভ শহর থেকে রাশিয়ার সেনাবাহিনীকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। এই শহর এখন নিজেদের দখলে, দাবি ইউক্রেনের সেনাবাহিনীর।

Russia-Ukraine War Live Updates: রাশিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক, দাবি ফ্রান্সের

২০২২ ফিফা বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বিদেশিদের সাহায্য চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে বিদেশি নাগরিকদের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আর্জি, ‘বিশ্বের যেখানেই থাকুন না কেন, সবচেয়ে কাছের ইউক্রেন দূতাবাসে গিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হওয়ার জন্য নাম নথিভুক্ত করুন। রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক বাহিনী গড়ে তুলুন।’

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরকারের খরচে ফিরিয়ে আনা হবে, জানালেন রাজনাথ সিংহ
ইউক্রেনে যুদ্ধের মধ্যে যে সমস্ত ভারতীয় আটকে পড়েছেন, তাঁদের কেন্দ্রীয় সরকারের খরচে দেশে ফিরিয়ে আনা হবে। এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, ‘ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে উড়ানের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলির সরকারের কাছ থেকে অনুমতিও পাওয়া গিয়েছে।’
Russia-Ukraine Conflict Live Updates: হাঙ্গেরির বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী
ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে সাহায্য করার জন্য হাঙ্গেরির বিদেশমন্ত্রী পিটার সিজার্তোকে ধন্যবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার বিষয়ে সাহায্য করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে আরও সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি।’
Russia-Ukraine War Live Updates: রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন ইউক্রেনের। ট্যুইট করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে ইউক্রেন। আগ্রাসনের পক্ষে সাফাই দিতে গিয়ে রাশিয়া যে গণহত্যার কথা বলছে, তার জন্য ওদের দায়ী থাকতেই হবে। আমরা চাইছি জরুরি ভিত্তিতে রাশিয়াকে সামরিক আগ্রাসন বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। আশা করি আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু হবে।’
Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করল বেলজিয়াম

ইউক্রেন আক্রমণের পাল্টা হিসেবে রাশিয়ার বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল বেলজিয়াম।

প্রেক্ষাপট

কিভ: যুদ্ধবিরতি নিয়ে সমাধান সূত্র তো বেরোয়ইনি, বরং পরস্পরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেই চলেছে রাশিয়া এবং ইউক্রেন। যুদ্ধের মধ্যে থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে বার করে আনা নিয়ে যখন উদ্বিগ্ন ভারত, সেই সময় রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশই পরস্পরের বিরুদ্ধে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রাখার অভিযোগ নিয়ে সরব।


ভারতীয় পড়ুয়াদের যাতে নিরাপদে বার করে আনা যায়, তার জন্য দুই দেশকেই অনুরোধ করা হয়েছিল দিল্লির তরফে। কিন্তু রাশিয়ার অভিযোগ, ইউক্রেন ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার দাবি করে যে, খারকিভ থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করছিল তারা। কিন্তু ইউক্রেন তাঁদের পণবন্দি করে রাখার চেষ্টা করছিল। মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে যে, ভারতীয় পড়ুয়ারা ইউক্খারেন ছেড়ে বেরিয়ে যেতে চাইলেও, তাঁদের একটি বড়ং অংশকে খারকিভে জোর করে আটকে রেখেছিল ইউক্রেন।"


অন্য দিকে ইউক্রেনের দাবি, ভারত, পাকিস্তান, চিন এবং অন্য দেশের পড়ুয়ারা রুশ সেনার আগ্রাসনের মুখে পণবন্দি হয়ে রয়েছেন। উল্লেখ্য, ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরই রাশিয়ার তরফে বিবৃতি দিয়ে ইউক্রেনের বিরুদ্ধএ ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রাখার অভিযোগ তোলা হয়।


গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন পুতিন। তার পর থেকে লাগাতার যুদ্ধ পরিস্থিতি বজায় রয়েছে দুই দেশের মধ্যে। তা নিয়ে দু'পক্ষ আলোচনায় বসলেও,  এখনও পর্যন্ত সমাধান সূত্র বার হয়নি। অমীমাংসিত থেকে গিয়েছে প্রথম দফার বৈঠক। তাই থামেনি গুলি-বোমা বর্ষণও (Russia Ukraine War)। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের টেলিভিশন টাওয়ারই গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। তাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। বিস্ফোরণের পর বেশ খানিক ক্ষণ দেশে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ ছিল। 


মধ্য কিভ থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ওই টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি ইউক্রেন সরকারের। ওই এলাকায় সারি সারি আবাসন রয়েছে। এই নিয়ে রাশিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মস্কোর তরফে আগেই জানানো হয়েছিল যে, ইউক্রেনের গুপ্তচর বিভাগের পরিটাঠামো ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তার জন্য ইউক্রেনবাসীকে নিরাপদে সরে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছিল তারা।


তবে লোকবল এবং সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। আমেরিকা, ন্যাটো, রাষ্ট্রপুঞ্জ এমনকি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়েছে তারা। যুদ্ধবিরতির ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিসও। রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সুইফ্ট পেমেন্ট প্রযুক্তি থেকেও রাশিয়াকে বাদ দিয়েছে তারা। 


তবে এখনও পর্যন্ত পিছু হটার কোনও ইঙ্গিত দেননি পুতিন। বরং পূর্ব এবং দক্ষিণ দিক থেকে ইউক্রেনকে ঘিরে রেখেছে তাঁর সেনা। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাকে খেদিয়ে দেওয়া গিয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র। হাতাহাতি যুদ্ধে ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীকে পরাজিত করেছে বলে দাবি তাঁর। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।


ইউক্রেনীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে রুশ সেনা ঢুকতে শুরু করার পর থেকে ৩ লক্ষ ৬০ হাজার বেশি নাগরিক ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছেন। পোল্যান্ড এবং বেলারুশ সীমান্তে জড়ো হয়েছেন কাতারে কাতারে মানুষ। 


শুরু থেকেই এই যুদ্ধ পরিস্থিতির জন্য আমেরিকা এবং ন্যাটোকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। তারা ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে অনড় থাকাতেই জাতীয় নিরাপত্তার স্বার্থে মস্কোকে সেনা পাঠাতে হয়েছে বলে দাবি পুতিনের। ইউক্রেনের তরফেও গোড়া থেকে পশ্চিমি দেশগুলিকে পরিস্থিতি তাতিয়ে তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। যুদ্ধ বেঁধে যাওয়ার পর তারাই হাত তুলে নিয়েছে , ইউক্রেনকে একা ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ তোলা হয় কিভের তরফে। তবে রবিবার থেকে ফের ইউক্রেনের সমর্থনে একজোট হতে দেখা যাচ্ছে পশ্চিমি দেশগুলিকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.