প্রকাশ সিন্হা, কলকাতা: সারদাকাণ্ডে ইডি দফতরে কুণাল ঘোষ। সারদাকাণ্ডে তদন্তকারী অফিসার বদলের পরেই তলব। এদিন ১১টার আগেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের মুখপাত্র।


ভোটের মুখে কুণাল ঘোষকে তলব করে নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল ১১টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়। 


‘নোটিস পৌঁছনোর সময় বাড়ি ছিলাম না’, জানালেন কুণাল ঘোষ। তিনি বলেন, যেদিন নোটিস পেয়েছি, আমি রামনগরের সভায় ছিলাম। তারপর, আরও ৩-৪টে জেলা সফর সেরে ফিরেছি।


'সহযোগিতা করব', আগেই জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র।  এদিন তিনি বলেন, আমাকে যে যখন ডেকেছে, আমি সবসময় এসেছি। কেন্দ্রের হোক বা রাজ্যের-- যে এজেন্সি ডেকেছে তদন্তে সহযোগিতা করেছি। 


এদিন ইডি দফতরে প্রবেশ করার আগে, তৃণমূল মুখপাত্র বলেন,  আমার যাবতীয় ডকুমেন্ট ওদের কাছে রয়েছে। তা সত্ত্বেও প্রয়োজনে আবার হাজিরা দেব। হাজার বার দেব। যতবার চাইবে, ততবার দেব। 


আগে, সারদা-কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি জামিনে রয়েছেন। সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে সমন পাঠায় ইডি। 


এর আগে ২০১৩ সালে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তৃণমূলের মুখপাত্র বলেন, "ক'দিন আগে নোটিস পেয়েছি। মঙ্গলবার দলের কাজ রাখিনি। আমি নিজে তদন্তের মুখোমুখি হয়েছে। এড়িয়ে যাইনি। আগামীকালও সসম্মানে যাব।"


উল্লেখ্য, সারদা তদন্ত এখনও শেষ হয়নি। সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও তদন্ত করছে। এর আগে বেশ কয়েক বার কুণালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা।