কলকাতা:  করোনা-কালে ১১ মাস পর আজ থেকে খুলল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুল। ক্লাসে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ পড়ুয়া। এরই মধ্যে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। তবে স্কুলে ঢোকার জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি। 


১১ মাস পর শুক্রবার তালা খুলল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুলের। ক্লাসে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ পড়ুয়া। কিন্তু একে করোনা, তার ওপর শুক্রবার বামেদের ধর্মঘট। সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন সঙ্কট। 


শিক্ষামন্ত্রী  জানিয়েছেন, শুক্রবার থেকেই খুলবে স্কুল। সব রকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি সরকার। তিনি বলেন, সবাইকে বলে দেওয়া হয়েছে, কোভিড বিধি কঠোরভাবে পালন করতে হবে। অন্যথাকরা যাবে না। ধর্মঘট মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।



দীর্ঘদিন পর স্কুলে যাওয়ার আনন্দর সঙ্গে যুক্ত হয়েছে যানবাহন নিয়ে আশঙ্কা। দীর্ঘদিন পর স্কুল খোলায় পড়ুয়ারা একদিকে যেমন আনন্দিত, তেমনই করোনা পরিস্থিতিতে কতটা মানা সম্ভব দূরত্ববিধি, সেই নিয়ে আশঙ্কিতও।  


স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে,  স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের দূরত্ববিধি মানতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সবাইকে পরতে হবে মাস্ক। ক্লাসরুমে সব সময় দূরত্ববিধি মানতে হবে পড়ুয়াদের। সহপাঠীর টিফিন বা জল খাওয়া যাবে না। সহপাঠীর বই, ব্যাগ বা অন্য জিনিসপত্র ছোঁয়া যাবে না। স্কুল চত্বরে জড়ো হওয়া যাবে না। স্কুলে ঢুকতে পারবেন না অভিভাবকরা। 


সরকার আগেই জানিয়ে দিয়েছে, একটি ক্লাসের পড়ুয়াদের দুই বা তা বেশি ঘরে বসানোর ব্যবস্থা করতে হবে।  বালিগঞ্জ শিক্ষা সদনের এক শিক্ষিকা বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, প্রিন্সিপালও বলেছেন। এক সঙ্গে বসানো হবে না। বেথুন স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী বলেন, একসঙ্গে প্রেয়ার হবে না। টিফিন টাইমটা ভেঙে দেওয়া হচ্ছে। 


সরকার নির্দেশিকা দিলেও তা মানার মতো পরিকাঠামো সব স্কুলের আছে কি? তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক বেঁধেছে অভিভাবকদের কাছ থেকে বেশ কয়েকটি স্কুলের মুচলেকা নেওয়া নিয়ে। যেখানে বলা হয়েছে, পড়ুয়ার করোনা হলে বা তার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুলের নয়। 


জুন মাসে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। যারা মাধ্যমিক দেবে, তাদের স্কুলে ক্লাস হয়েছে আড়াই মাস। যারা উচ্চমাধ্যমিক দেবে, তাদের সশরীরে একদিনও ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে শেষমেষ স্কুল খুলছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI