কলকাতা : করোনাকালে দমবন্ধ পরিবেশ। বাড়িতেই কাটছে বেশিরভাগ সময়। একাকীত্ব ক্রমেই ঘিরে ধরছে । দীর্ঘদিন বন্ধ শপিং মল। থিয়েটারে ছবি দেখতে যাওয়ার অভ্যেসও ছাড়তে হয়েছ বিধিনিষেধের চাপে। এই মুহূর্তে খোলা জানলা বলতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিই। বাইরে বেরিয়ে সময় কাটানোর বিধিনিষেধের মধ্যে ফেসবুক চ্যাটবক্সেই কফি টেবিলের মজা খুঁজছে নেটাগরিকরা। কিন্তু তাতে বাড়ছে বিপদও। 



সম্প্রতি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই শহরেই। একের পর এক মানুষ পড়ছেন বন্ধুত্বের প্রতারণা চক্রে (Cyber Fraud)। অনেকেই অচেনা প্রোফাইলের অনুরোধে সাড়া দেন। তারপর আসে চ্যাট রিকোয়েস্ট (Chat)। তারপর হঠাত একদিন ভিডিও কল (Video Call )। এরপরই ঘটে বিপদ। অভিযোগ ভিডিও কল ধরলেই স্ক্রিনে দেখা যাচ্ছে, অশালীন পোশাকে এক মহিলাকে। প্রথমে থতমত খেয়ে যাচ্ছেন অনেকেই। ফাঁদে পড়ে গেছেন বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলছেন প্রতারকরা। কলের ওপারের ব্যক্তির ছবি নিয়ে তাঁরা বিকৃত করে বসিয়ে দিচ্ছেন অশালীন ছবিতে। তারপর আসছে ব্ল্যাকমেল করে ফোন। বলা হচ্ছে, তাঁর বিকৃত-আশালীন ভিডিও ফাঁস করে দেওয়া হবে চেনা পরিচিতদের কাছে। কখনও আবার  হুমকি দেওয়া হয়, ভিডিও কলের ওই মহিলার সঙ্গে তাঁর অশালীন ছবি পুলিশের হাতে রয়েছে। ' হয় টাকা দিন , নয় অসম্মানের জন্য প্রস্তুত থাকুন ! ' এমন হুমকির মুখে কেউ মাথা নোয়াচ্ছেন, কেউ আবার পুলিশের দ্বারস্থও হচ্ছেন। 




আরও পড়ুন : Cyber Insecurity: অনলাইনে লেনদেন করতে গেলেই আতঙ্ক? হ্যাকার ফোবিয়া কাটাবেন কী করে?




জানা যাচ্ছে, বিষয়টি কলকাতা পুলিশেরও অজানা নয়। কিন্তু কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তারপর ভিডিও কল করে অভিযোগকারীর ছবি মর্ফ করে ব্লাকমেল করা হচ্ছে? কীভাবেই তা এড়ানো যায়?  পুলিশ সূত্রের খবর, এইভাবে ছবি মর্ফ করে ব্ল্যাকমেলের চক্র চালায় রাজস্থানের একাধিক গ্যাং।  

 তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, অনেকেই লজ্জায় পুলিশের কাছে যেতে চাইছেন না।  এই সমস্যা থেকে বাঁচার উপায়ও আছে। তাঁর পরামর্শ - 



  • অজানা- অচেনা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। 

  • কারও বন্ধুত্বের প্রস্তাব মেনে নেওয়ার আগে দেখুন কোনও যোগসূত্র খুঁজে বের করতে পারেন কিনা। 

  • আপনার কোনও বন্ধুর সঙ্গে কি তাঁর বন্ধুত্ব আছে ?

  • অচেনা কারও চ্যাট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, ভিডিও চ্যাট তো নয়ই !

  • ভিডিও চ্যাট অ্যাকসেপ্ট করার হলে আগে আপনার ক্যামেরাটি অফ রাখুন। 

  • তা যদি করতে না পারেন, ব্ল্যাক টেপ দিয়ে ক্যামেরা ঢেকে রাখুন। 

  • কোনওভাবে ফাঁদে পড়ে গেলে কোনওভাবেই টাকা দেবেন না।

  • লজ্জা ভুলে পুলিশের দ্বারস্থ হোন। জানবেন আপনি একা নন, অনেকেই এইরকম প্রতারণার শিকার।