সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাদুড়িয়ায় (Baduria) দুই তৃণমূল নেতার ব্যানার-যুদ্ধ। একই সময়ে একই মাঠে দুটি মেলার আয়োজন ঘিরে প্রকাশ্যে বিধায়ক ও তৃণমূল ব্লক সভাপতির সংঘাত। বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিমের সম্প্রীতির ভারত মেলা ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও বাদুড়িয়া উত্তরের তৃণমূল ব্লক সভাপতি বুরহানুল মুকাদ্দিমের সম্প্রীতি মেলা ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর। দুটি মেলাই হবে বাদুড়িয়া দিলীপ স্কুল ময়দানে। তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতি, দু’জনেই মেলা আয়োজনের কৃতিত্ব দাবি করেছেন। শাসকদলের গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিজেপির। 


উদ্যোক্তা কারা? মাঠ একটাই, মেলাও বসার কথা একই দিনে কিন্তু উদ্যোক্তা কারা? তা নিয়েই ধন্দ দেখা দিয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। সেই সঙ্গে ফের প্রকাশ্যে চলে এসেছে, তৃণমূলের বিভাজন! নেপথ্যে এই দুই ব্যানার। সম্প্রীতির ভারত মেলা, সম্প্রীতি মেলা। ২১ ডিসেম্বর থেকে বাদুড়িয়ার দিলীপ স্কুল ময়দানে মেলা হওয়ার কথা। কিন্তু, তৃণমূলের দুই নেতার নামে একই মেলার দুই নামে, ব্যানার-ফ্লেক্স টাঙানো হয়েছে এলাকায়। বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিমের নামে যে ফ্লেক্স রাস্তার ধারে লাগানো হয়েছে, তাতে মেলার নাম ‘সম্প্রীতির ভারত মেলা।’ সেখানে লেখা রয়েছে মেলা চলবে ২১ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও বাদুড়িয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দীমের ছবি দেওয়া ফ্লেক্সে মেলার নাম রয়েছে ‘সম্প্রীতি মেলা’। যে মেলা চলবে ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুধু ব্যানার-ফ্লেক্সে নয়, মেলার আয়োজন নিয়েও ভিন্ন দাবি করেছেন তৃণমূলের দুই পক্ষ। 


নেতৃত্বের বয়ান: বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিমের কথায়, গত ১৭ বছর একই তারিখে দিলীপ স্কুল মাঠে ভারত মেলা করে আসছি। কংগ্রেসে থাকাকালীন ভারত মেলা শুরু করেছিলাম। বাদুড়িয়া ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহনওয়াজ সর্দারের কথায়, প্রাক্তন পুরপ্রধান তুষার সিংহ সম্প্রীতি মেলা শুরু করেছিলেন। তুষার সিং এর মৃত্যুর পর দু বছর লিটনের নেতৃত্বে এই মেলা হয়েছে। যদিও মেলা নিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই মেলার অনুমতি দেওয়া হবে। সঠিক নথিপত্র দেখিয়েই মেলার অনুমতি নিতে হবে।