কলকাতা: সপ্তাহান্তে রেলের কাজের জন্য, ফের বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল। শনিবার থেকেই এই কাজ শুরু হবে, কবে এই শাখায় পরিষেবা স্বাভাবিক হবে ? জানাল রেল।


শনিবার থেকে এই শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, কবে পরিষেবা স্বাভাবিক হবে ?


দক্ষিণ-পূর্ব রেলের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য আগামী ২৯  জুন থেকে ৮  জুলাই পর্যন্ত বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা গেছে, এই সময়ে সাঁকরাইল এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে লিংক লাইনের কাজ করা হবে। এর পাশাপাশি  সিগনালিং সিস্টেমের উন্নতির কাজ করা হবে।


সম্প্রতি শিয়ালদহ শাখাতেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল


মূলত সম্প্রতি শিয়ালদহ শাখাতেও কাজ হওয়ার জন্য  একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য মাঝে  বন্ধ করে দেওয়া হয়েছিল শিয়ালদা স্টেশনের  ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের মেন এবং উত্তর শাখায় ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। শিয়ালদা শাখায় এমনিতেই ব্যাস্ততা চূড়ান্ত থাকে। তাই ট্রেন বাতিলে যাত্রী ভোগান্তি চরমে উঠেছিল। 


রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ


এপ্রিল মাসে বর্ধমান স্টেশনের ডাউন মেন লাইনে রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। মার্চ মাসে,  সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ট্রেন বাতিল করা হয়েছিল। ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল। তার জেরে মাঝরাত থেকে ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল । বাতিল করা হয়েছিল বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও।


হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই দুষ্কৃতী তাণ্ডব


অপরদিকে, হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় মারধর, মাথা ফাটল রাজ্যের যাত্রীদের। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ফের প্রশ্নের মুখে যাত্রী-নিরাপত্তা। পূর্ব-মধ্য রেলের CPRO জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে।


আরও পড়ুন, 'নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পারলে..', শুভেন্দুর করা মামলায় রাজ্যকে কী প্রশ্ন বিচারপতির ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।